ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার একই স্থানে আরেকটি কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করেছে সিলসিলা নামে বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানে তারা বাংলা ও উর্দু ভাষার বিভিন্ন কাওয়ালি গান ও কবিতা আবৃতি করেন।
আরও পড়ুন: কাওয়ালি সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ২
অনুষ্ঠানের পর প্রতি বৃহস্পতিবার টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছেন আয়োজকরা।
এর আগে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ হামলায় দু’জন ছাত্রী ও একজন সাংবাদিকসহ ১১ জন আহত হয়।
আরও পড়ুন: ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, জয়-লেখকসহ আহত ১০