ড্রাম ট্রাক
রাজধানীতে ড্রাম ট্রাকচাপায় শিশু নিহত
রাজধানীর সবুজবাগে ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে বাইসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে মধ্য বাসাবো সুমন স্যানেটারি দোকানের সামনে ঘটনাটি ঘটে।
নিহত সাজ্জাদ নেত্রকোণার আটপাড়া উপজেলার মো. রিয়াজ উদ্দিনের ছেলে। বর্তমানে সবুজবাগ উত্তর বাসাবো এলাকায় ভাড়া থাকতো। এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো।
সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, বেলা ১২টার দিকে মধ্য বাসাবোর রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল সাজ্জাদ। এ সময় একটি মাটি টানার ড্রাম ট্রাকের ধাক্কায় নিচে পড়ে যায়। এবং ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়ে দেয়া হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
তিনি আরও জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক ও চালককে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি জব্দ করি। এবং এর চালক মোশারেফকে (৪৮) আটক করে থানায় নিয়ে আসি।
মৃত সাজ্জাদের বাবা মো. রিয়াজ জানায়, সে নিজে পিকআপ গাড়ি চালায়। চার ভাইয়ের মধ্যে সাজ্জাদ ছিল ছোট। স্থানীয় সরকারি প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়তো। সকালে বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়েছিল সাজ্জাদ। পরে জানতে পারি সড়ক দুর্ঘটনায় সাজ্জাদ মারা গেছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ‘মানসিক ভারসাম্যহীন’ মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ
২ বছর আগে
এবার ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর
কুষ্টিয়ায় এবার ড্রাম ট্রাকের ধাক্কায় অনিক (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা শাহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনিক একই এলাকার আক্কার শাহের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে অনিক তার বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়েছিল। এমন সময় কুষ্টিয়া বড়বাজার থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাকটি লাহিনী বটতলা শাহপাড়া এলাকায় পৌঁছালে এটি শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা ট্রাকটি আটকে ভাঙচুর চালায় ও চালককে ধরে গণধোলাই দেয় । পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ড্রাম ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলেই মামলা হবে।
প্রসঙ্গত এ নিয়ে কুষ্টিয়া জেলায় গত চারদিনে ড্রাম ট্রাকের ধাক্কায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩
২ বছর আগে