পোস্তগোলা
বাবুবাজার, পোস্তগোলা, বছিলা সেতুতে জনসাধারণের ও যানবাহন চলাচলে কড়াকড়ি
ঢাকার কেরানীগঞ্জ থেকে রাজধানীর প্রবেশ পথ পোস্তগোলা সেতু ও বাবুবাজার সেতু ও বছিলা সেতু পুলিশ ও সরকার দলীয় কর্মীরা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে।
শনিবার ঢাকা জেলা পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সকাল ৬টা থেকে এ তিনটি সেতু ও ঢাকা মাওয়া রোড, নবাবগঞ্জ দোহার রোড তাদের দখলে নিয়েছে।
এছাড়া, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বছিলা সেতু, ঢাকা মাওয়া রোড, কদমতলী, জিনজিরা ফেরীঘাট ও খোলামুড়া লঞ্চঘাট থেকে জনসাধারণ ও সব ধরনের পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। ব্যারিকেড দেয়ার কারণে হাসপাতালে আসা রোগী, দিনমজুর ও পেশাজীবীরা আজ কেরানীগঞ্জ থেকে রাজধানীতে যেতে না পেরে নিরুপায় হয়ে বাড়িতে ফেরত গেছেন।
ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, বিএনপির নেতাকর্মীরা যাতে কোন ধরনের নাশকতা না করতে পারে সে কারণে জনগনের যান ও সম্পদ রক্ষায় পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জ গ্যাস পাইপ বিস্ফোরণে যুবক দগ্ধ
অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল অফিসার শাহাবুদ্দিন কবির জানায়, জনসাধারণকে নিরাপত্তা দিতে শুক্রবার থেকে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পুলিশ টহলে রয়েছে। এ সকল পুলিশ সদস্যরা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন পর্যন্ত জনগণের যান ও মালের নিরাপত্তা নিয়ে কাজ করবে। রাজধানীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়ায় ঢাকার নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ ও সিরাজদীখানের জনগণ চরম ভোগান্তিতে পড়েছে।
বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক আ্যডভোকেটের নিপুন রায় জানায়, ১০ ডিসেম্বর বিএনপির মহা সমাবেশকে কেন্দ্র করে পুলিশ কেরানীগঞ্জের পাড়া মহল্লায় বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নারী ও পুরুষদের হয়রানি করছে। গত ১০ দিনে কেরানীগঞ্জ থেকে ৫৫ জন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে। এখনও পুলিশি হয়রানি অব্যাহত আছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেরানীগঞ্জ মাদরাসা থেকে পালিয়ে যাওয়া ৩ শিক্ষার্থী চাঁদপুরে উদ্ধার
১ বছর আগে
পোস্তগোলায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
ঢাকার পোস্তগোলায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে সোমবার দুইজন নিহত হয়েছেন। বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।
নিহতরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার আতিকুর রহমান আপেল(৩০) ও কামরুল হুদা(২৬)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা ৭টায় রাইদা পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ও তার সহকারীসহ দুই পথচারী গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, ‘ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে পথচারীদের মৃত ঘোষণা করা হয়। লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।’
এদিকে শ্যামপুর থানা পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান বাচ্চু মিয়া।
আরও পড়ুন: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সদ্য বিবাহিত যুবকের মৃত্যু!
কিশোরগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২
রাজধানীর খিলগাঁও ও পোস্তগোলায় অগ্নিকাণ্ড
২ বছর আগে
রাজধানীর খিলগাঁও ও পোস্তগোলায় অগ্নিকাণ্ড
রাজধানীর খিলগাঁও ও পোস্তগোলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, রবিবার ভোর রাত ৪টা ২৫ মিনিটের দিকে খিলগাঁওয়ের সবুজবাগ দক্ষিণগাঁও বাজারে (কাঠ ও ফার্নিচারের গোডাউন) আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে পৃথক ঘটনায় ভোর রাত ৪টা ২৪ মিনিটের দিকে পোস্তগোলা আয়রন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শাহজাহান শিকদার জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সকাল ৬টা ২০ মিনেট আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, এসব ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও জানা যায়নি।
পড়ুন: চাঁদপুরে অগ্নিকাণ্ডে ৭০ দোকান ভস্মিভূত
রাজধানীর কল্যাণপুরে বস্তিতে আগুন
২ বছর আগে
পোস্তগোলায় পোশাক কারখানার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে
রাজধানীর পোস্তগোলার শ্যামপুরে লাল মসজিদের পাশে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার জানান, শনিবার রাত পৌনে ১২টার দিকে কারখানার সাততলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, ১৩ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। আটটি ইউনিট রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নাজমা বেগম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আরও পড়ুন: পোস্তগোলায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
নিউইয়র্কে ভবনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ নিহত ১৯
২ বছর আগে
পোস্তগোলায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
ঢাকার পোস্তগোলার শ্যামপুরে লাল মসজিদের পাশে একটি পোশাক কারখানায় শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার ইউএনবিকে জানান, রাত পৌনে ১২টার দিকে একটি সাততলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, ১৩ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
শাহজাহান বলেন, ‘তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি।’
আরও পড়ুন: নিউইয়র্কে ভবনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ নিহত ১৯
কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যু
২ বছর আগে