শোবিজ
গাঁটছড়া বাঁধলেন অর্ষা-নূর
শোবিজে চলছে বিয়ের হিড়িক। এবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
রবিবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন অর্ষা।
আরও পড়ুন: যেভাবে ‘ওস্তাদ’ হয়ে ওঠেন রশিদ খান
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।’
জানা যায়, দুই থেকে তিন মাস আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন তারা।
আরও পড়ুন: 'টপ গান থ্রি' নির্মাণ হচ্ছে কি?
৯ মাস আগে
‘কোলাহলে’ জীবনের গল্প বললেন আফজাল হোসেন
দীর্ঘ তিন ঘণ্টার আলাপচারিতায় ‘কোলাহল উইথ আফজাল হোসেন’ অনুষ্ঠানে জীবনের গল্প বললেন কিংবদন্তী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
তানভীর তারেকের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় এই অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্টে তিনি ক্যারিয়ারের দীর্ঘ পথ, নিজের অভিনয় জীবন, জীবনের দর্শন, প্রেম, বিয়ে, গসিপ, বিজ্ঞাপন শিল্পের পথিকৃৎ হিসেবে নিজের চ্যালেঞ্জসহ সমসাময়িক ফিল্ম ইন্ডাস্ট্রি ও কাজ নিয়ে কথা বলেছেন।
তবে সেলিব্রিটি টকশোতে খানিকটা ভিন্নতা আনতেই বিভিন্ন বিষয় নিয়ে ১০টি করে প্রশ্ন করেছেন আরও তিন সাংবাদিক। তারা হলেন শ্রাবনী রাখি, অনিন্দ্য মামুন ও অপূর্ণ রুবেল।
অনুষ্ঠান প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘সবার ভাবনার জগৎ বা কাজের ধারাতো একরকম না। তানভীর তারেকের এই সৃজনশীল কাজের ধারাটা আমার ভালো লাগে। তাই, এর আগে তার সঙ্গে যখন আড্ডা দিতে বসেছিলাম, কথা বলে আরাম পেয়েছি। অর্থাৎ আমার বলার আগ্রহের জায়গাগুলোতেও সে ছুঁতে পেরেছে। এই আড্ডাটিও উপভোগ করলাম।’
আরও পড়ুন: আফজাল হোসেনের চলচ্চিত্রে তানভীর তারেক
১ বছর আগে
চিত্রনায়িকা শিমু হত্যা: শোবিজ তারকাদের প্রতিবাদ ও ক্ষোভ
চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা ঘটনায় প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তারা তাদের বক্তব্য প্রকাশ করছেন।
চিত্রনায়ক জায়েদ খান ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘আমি কখনও ভাবিনি সবার সামনে এমন নোংরা কথা বলতে হবে। শিল্পী সমিতি নির্বাচন নিয়ে যে নোংরামি শুরু হয়েছে তার অবসান হওয়া দরকার। শিমু ও তার ভাই দুজনেই শিল্পী সমিতির সদস্য। আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই।’
অভিনেত্রী অঞ্জনা লিখেন, ‘নায়িকা শিমুকে হত্যা করেছেন তার স্বামী। ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ থানায় রাখা হয়েছে। অযথা শিল্পী সমিতির বিপক্ষে যারা শিমুর বাসায় গিয়ে বিভ্রান্তমূলক কথাবার্তা বলেছেন তাদের শাস্তি প্রয়োজন। কেননা প্রমাণ ছাড়া একজনের বিরুদ্ধে আঙ্গুল উঠানো শতভাগ শাস্তিযোগ্য অপরাধ।’
আরও পড়ুন: চিত্রনায়িকা শিমুর মৃত্যু: স্বামীসহ আটক ২
শিমুর লাশ উদ্ধারের পর শিল্পী সমিতি থেকে তার পদ স্থগিত করার প্রসঙ্গটিও বারবার উঠে আসছেন। কিন্তু এর সঙ্গে চিত্রনায়িকার হত্যাকাণ্ডের কোনো সংযোগ নেই বলে ফেসবুক পোস্টে আরও উল্লেখ করে অঞ্জনা লিখেন, ‘১৮৪ জনের সদস্যপদ কী শুধু জায়েদ খান স্থগিত করেছে? উপদেষ্টা কমিটি এবং সমগ্র কার্যকরী পরিষদ তাতে অবগত ছিল। যা করা হয়েছে শিল্পী সমিতির সংবিধানের গঠনতন্ত্র অনুযায়ী করা হয়েছে। এখন যদি কেউ সেটা অস্বীকার করে তাহলে কী বলার থাকবে না। কিন্তু তারা যে সিগনেচার করেছে এটা তো মিথ্যা নয়।’
ওমর সানী ফেসবুকে লিখেন, ‘শিমু অনেক ছবিতে অভিনয় করেছে, আমাদের বরিশালের মেয়ে, তাকে হত্যা করা হয়েছে, রাষ্ট্রের কাছে এই হত্যার বিচার চাই। প্রকৃত খুনিকে তারাই বের করবে। কিন্তু এর আগে কারো নাম বলা দণ্ডনীয় অপরাধ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’
আরও পড়ুন: কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
অভিনেত্রী শাহনূর লেখেন, ‘রাইমা ইসলাম শিমু আমাদের চলচ্চিত্রে বহু ছবির নায়িকা। তাকে দুর্বৃত্তরা হত্যা করে কেরানীগঞ্জের আলীপুর গ্রামের ব্রিজের পাশে ফেলে রেখেছিল। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার আত্মার শান্তি কামনা করছি আমিন।’
চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেক ১৯৯৮ সালে। প্রথম সিনেমা কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’। পরবর্তীতে প্রায় অর্ধশত সিনেমা ও অনেক নাটকে অভিনয় করেছেন তিনি।
২ বছর আগে
তাসনুভা তিশার বিয়ে ২ ফেব্রুয়ারি
দেশের শোবিজে আবারও বিয়ের খবর। শনিবার বাগদান সম্পন্ন হয়ে গেল অভিনেত্রী তাসনুভা তিশার। হবু বরের নাম সৈয়দ আজগর। তিনি এক এজেন্সিতে কর্মরত রয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি দুজন গাঁটছড়া বাঁধবেন বলে গণমাধ্যমে জানান তিশা।
আজগরের সঙ্গে তাসনুভা তিশার পরিচয় ২০২০ সালে। এরপর থেকে বন্ধুত্ব ও প্রেম। এবার বিয়ের সিদ্ধান্ত নিলেন তারা। তিশা বলেন, ‘যেহেতু আমার সন্তান রয়েছে তাই আজগরের পরিবার বিষয়টি কীভাবে নেবে সেটা নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু তারা সবদিক থেকে পজেটিভ। সবার কাছে দোয়া চাইছি।’
তিনি বলেন, ‘আমাদের বনশ্রীর বাসায় গতকাল দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। আর বিয়েতে দুই পরিবার ও আমার কয়েকজন কাছের মানুষ উপস্থিত থাকবেন। এরপর বিয়ের অনুষ্ঠানটাও হয়তো একই মাসে করব। তখন সবাইকে নিমন্ত্রণ জানাব।’
এটি তাসনুভা তিশার দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে তিনি ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। চার বছরের মাথায় তিশার সেই সংসার ভেঙে যায়। ওই পরিবারে তিশার এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।
আরও পড়ুন: শীর্ষ ৯ প্রতিযোগী পেল টফি স্টার সার্চ
প্রজন্মের উন্নয়নে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: পররাষ্ট্রমন্ত্রী
২ বছর আগে