রপ্তানি বাড়াতে চায়
রপ্তানি বাড়াতে চায় এক্সপো ফোম
এক্সপো ফোম আগামী দিনে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানি বাড়াতে চায় বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী।
শুক্রবার (১৬ জানুয়ারি) কক্সবাজারে এক্সপো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এক্সপো ফোমে'র বার্ষিক সেলস কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।
কনফারেন্সে গ্রুপের চেয়ারম্যান তানিয়া সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদ চৌধুরী এফসিএমএ উপস্থিত ছিলেন। এ সময় গ্রুপের চেয়ারম্যান করোনা পরিস্থিতির মধ্যেও এক্সপো ফোমের উৎপাদন ও বিপণন সফলতায় সংশ্লিষ্টদের ধন্যবাদ।
আরও পড়ুন: বড়দিন: বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী বলেন, বার্ষিক সেলস কনফারেন্সে এক্সপো ফোমের বিক্রয় সাফল্যের জন্য কর্মীদের উৎসাহ দেয়ার পাশাপাশি আগামী দিনে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে এক্সপো গ্রুপের ব্যবসা প্রসার ঘটাবে।
কনফারেন্স শেষে এক্সপো ফোর কারখানায় উৎপাদন কাজে সফলতার জন্য অন্তর শেখকে শ্রেষ্ঠ কারখানা কর্মী, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের জুনিয়র অফিসার সাইদুর রহমানকে প্রধান কার্যালয়ের শ্রেষ্ঠ কর্মী ও মার্কেটিং শেখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অন্যমন ভূঁইয়াকে বিপণন শাখায় শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হয়। এছাড়াও এক্সপ্রো ফোম ও এক্সপো গ্রুপের কর্মকর্তাদের বিভিন্ন পদে পদোন্নতি দেয়া হয়।
আরও পড়ুন: গুলশানের পুলিশ প্লাজায় ভাইব্রেন্টের নতুন শাখা উদ্বোধন
এক্সপো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মধ্যে আরও রয়েছে, রাঙামাটি ফুড প্রোডাক্টস লিমিটেড, এক্সপো সিন্থেটিক লেদার লিমিটেড, এক্সপো হাইট ক্রাফট লিমিটেড, এক্সপো মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স লিমিটেড।
২ বছর আগে