তৈমূর আলম
অদৃশ্য শক্তির মতো আইভীর মাথার ওপর আমার হাত আছে: তৈমূর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম বলেছেন, যে কোন জায়গায় আইভি থাকুক না কেন, তার যে কোন বিপদ আপদে অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার হাত আছে।’
নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার একদিন পর সেলিনা হায়াৎ আইভী সোমবার সন্ধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে গেলে তৈমূর আলম এ কথা বলেন।
এসময় তারা শুভেচ্ছা বিনিময় ও একে অপরকে মিষ্টি খাওয়ান। এছাড়া আইভীর জয়ে অভিনন্দন জানান তৈমূর।
আরও পড়ুন: আমৃত্যু নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করবো: আইভী
এসময় তৈমূর আলম খন্দকার আইভীর বাবা প্রয়াত আলী আহমেদ চুনকাকে তার ভাই সম্বোধন করে বলেন, ‘আমি ছাত্র জীবন থেকে তার হাত ধরেই বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমার রাজনীতিতে উত্থান। চুনকা ভাই আমার মাকে মা বলতে আমি তাকে ভাই বলতাম। তার মেয়ের পেছনে আমি আছি। সে যে কোন জায়গায় সে থাকুক তার যে কোন বিপদ আপদে অদৃশ্য শক্তির মত তার মাথায় আমার হাত আছে।’
এসময় সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, কাকা (তৈমূর) যেটা বলল আমাদের এটা পারিবারিক সম্পর্ক। আমি পুরো নির্বাচন জুড়েই বলেছি রাজনীতির জায়গায় রাজনীতি আর পারিবারিক সম্পর্কের জায়গায় পারিবারিক সম্পর্ক।
তিনি বলেন, যে যেই দল করি না কেন নারায়ণগঞ্জবাসীর স্বার্থে দলের ঊর্ধ্বে উঠে কাজ করা আমাদের উচিত এবং আমরা সকলেই করবো। যে পরামর্শ কাকা দিয়েছেন সেগুলো বাস্তবায়নে চেষ্টা করবো।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি টানা তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জিতে ইতিহাস গড়েছেন সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকারকে ৬৯ হাজার ১০২ ভোটে হারিয়েছেন।
১৯২টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৬১ হাজার ২৭৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।
এর আগে ২০১১ সালের প্রথম নির্বাচনে এবং ২০১৬ সালের দ্বিতীয় নির্বাচনেও আইভী মেয়র পদে জয়লাভ করেন।
আরও পড়ুন: সবার নজর নারায়ণগঞ্জে
২ বছর আগে
আমৃত্যু নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করবো: আইভী
টানা তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জিতে আমৃত্যু নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করার অঙ্গীকার করেছেন সেলিনা হায়াৎ আইভী।
সোমবার দুপুরে নিজ বাড়ি চুনকা কুটিরে বসে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘এই জয় জনগণের, এই জয় শেখ হাসিনার। আমৃত্যু নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করবো।’
আইভী বলেন, এই শহরের মানুষের সঙ্গে সাধারণভাবে মিশেছি। কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেইনি। এ কারণেই আমার নেত্রী আমার হাতে নৌকা তুলে দিয়েছিলেন। নেত্রীর এই বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণ আমাকে বিজয়ী করেছে। এই বিজয় আমি নারায়ণগঞ্জবাসীকে উৎসর্গ করলাম।
ইভিএমে ভোট নিয়ে তিনি বলেন, আমি মনে করি ইভিএম ভোটিং স্লো না হলে ভোট কাস্টিং বেশি হতো এবং লক্ষাধিক বেশি ভোটে জয়ী হতাম। নারী ভোটাররা অনেকেই ভোট দিতে পারেনি। যে কারণে ভোট কম কাষ্ট হয়েছে।
আরও পড়ুন: নাসিক নির্বাচন: শান্তিপূর্ণ ভোট হওয়ায় প্রশংসা শামীম ওসমানের
এসময় তিনি নারায়ণগঞ্জবাসীর প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, ‘আগামী পাঁচ বছরের জন্য যে নারায়ণগঞ্জবাসী আমাকে আবারও সুযোগ করে দিয়েছে তাদের সেবা করার জন্য, আমি কথা দিচ্ছি জীবনের শেষ দিন পর্যন্ত তাদের জন্য কাজ করে যাব। এছাড়া আমার দল এবং আমার নেত্রী শেখ হাসিনা আমার উপর যে ভরসা রেখেছিল সেটা যে আমার জনগণ পূর্ণ করেছে তার জন্যও আমি তাদের কাছে কৃতজ্ঞ।’
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘যেসব কাজ হাতে নিয়েছিলাম সেগুলো শেষ করব। ভালো লাগছে হ্যাটট্রিক বিজয়ী হয়ে। কৃতজ্ঞতাটা আসছে মনের ভেতর থেকে। এ শহরের মানুষ আমাকে বিমুখ করেনি। আমি যেমন বলেছিলাম আমি এক লাখ ব্যবধানে পাশ করব। কিন্তু যদি ভোট কাস্টিং আরও বেশি হতো তাহলে সেই এক লাখ পূরণ হতো। ইভিএমে প্রথম ভোটে কাস্টিং কম হয়েছে। তবু আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি সবাইকে নিয়ে নগর গড়তে চাই।’
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সম্পর্কে তিনি বলেন, আমার কাকা (তৈমূর) আগেও আমাকে অনেক কথা বলেছে, সহযোগিতা করেছেন। উনিও নারায়ণগঞ্জের মানুষ। উনি আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। কাকাও বলেছে জয়-পরাজয় যা হয় হবে। আমি উনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। উনি নারায়ণগঞ্জের কল্যাণের কথা বলেছেন, আমিও বলেছি।
আরও পড়ুন: আইভীর হ্যাটট্রিক জয়
সুষ্ঠু ভোট হলে নৌকার বিজয় নিশ্চিত: আইভী
শামীম ওসমান প্রসঙ্গে আইভী বলেন, যে কেউ আমার সঙ্গে উন্নয়নে অংশ নিতে পারেন। সবার কথাই আমি গ্রহণ করব। প্রত্যাশা অনেক বেশি। মানুষ যেই প্রত্যাশা রাখে সেগুলো পূরণ করব। আর চ্যালেঞ্জ থাকবেই, আগেও মোকাবেলা করেছি আগামীতেও করব।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি টানা তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জিতে ইতিহাস গড়েছেন সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকারকে ৬৯ হাজার ১০২ ভোটে হারিয়েছেন।
১৯২টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৬১ হাজার ২৭৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।
এর আগে ২০১১ সালের প্রথম নির্বাচনে এবং ২০১৬ সালের দ্বিতীয় নির্বাচনেও আইভী মেয়র পদে জয়লাভ করেন।
২ বছর আগে