নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম বলেছেন, যে কোন জায়গায় আইভি থাকুক না কেন, তার যে কোন বিপদ আপদে অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার হাত আছে।’
নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার একদিন পর সেলিনা হায়াৎ আইভী সোমবার সন্ধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে গেলে তৈমূর আলম এ কথা বলেন।
এসময় তারা শুভেচ্ছা বিনিময় ও একে অপরকে মিষ্টি খাওয়ান। এছাড়া আইভীর জয়ে অভিনন্দন জানান তৈমূর।
আরও পড়ুন: আমৃত্যু নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করবো: আইভী
এসময় তৈমূর আলম খন্দকার আইভীর বাবা প্রয়াত আলী আহমেদ চুনকাকে তার ভাই সম্বোধন করে বলেন, ‘আমি ছাত্র জীবন থেকে তার হাত ধরেই বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমার রাজনীতিতে উত্থান। চুনকা ভাই আমার মাকে মা বলতে আমি তাকে ভাই বলতাম। তার মেয়ের পেছনে আমি আছি। সে যে কোন জায়গায় সে থাকুক তার যে কোন বিপদ আপদে অদৃশ্য শক্তির মত তার মাথায় আমার হাত আছে।’
এসময় সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, কাকা (তৈমূর) যেটা বলল আমাদের এটা পারিবারিক সম্পর্ক। আমি পুরো নির্বাচন জুড়েই বলেছি রাজনীতির জায়গায় রাজনীতি আর পারিবারিক সম্পর্কের জায়গায় পারিবারিক সম্পর্ক।
তিনি বলেন, যে যেই দল করি না কেন নারায়ণগঞ্জবাসীর স্বার্থে দলের ঊর্ধ্বে উঠে কাজ করা আমাদের উচিত এবং আমরা সকলেই করবো। যে পরামর্শ কাকা দিয়েছেন সেগুলো বাস্তবায়নে চেষ্টা করবো।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি টানা তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জিতে ইতিহাস গড়েছেন সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকারকে ৬৯ হাজার ১০২ ভোটে হারিয়েছেন।
১৯২টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৬১ হাজার ২৭৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।
এর আগে ২০১১ সালের প্রথম নির্বাচনে এবং ২০১৬ সালের দ্বিতীয় নির্বাচনেও আইভী মেয়র পদে জয়লাভ করেন।
আরও পড়ুন: সবার নজর নারায়ণগঞ্জে