তুর্কমেনিস্তান সীমান্ত
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২২
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় তুর্কমেনিস্তান সীমান্তে বাডঘিস প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২২ জন মারা গেছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রদেশের সংস্কৃতি ও তথ্য বিভাগের প্রধান বাজ মোহাম্মদ সারওয়ারি বলেছেন, ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টায় ৫ দশমিক ৩ মাত্রায় এবং বিকাল ৪টায় ৪ দশমিক ৯ মাত্রায় যথাক্রমে প্রাদেশিক রাজধানী কালা-ই-নাউ থেকে ৪১ কিলোমিটার (২৫ মাইল) পূর্ব এবং ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণ-পূর্বে ভূমিকম্প আঘাত হানে।
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার রাজধানী, সুনামির আশঙ্কা নেই
সারওয়ারি বলেন, প্রদেশের দক্ষিণ প্রান্তের কাডিস জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও মৃত্যু হয়েছে। খুব দ্রুত উদ্ধারকারী দল পাঠানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রাদেশিক রাজধানী কালা-ই-নাউতে কিছু বাড়িতে ফাটল ধরেছে তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত
২ বছর আগে