খায়রুজ্জামান
মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার খায়রুজ্জামান আটক
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদিনকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে ‘যথাযথ আইন মেনেই তাকে আটক করা হয়েছে।’
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এম খায়রুজ্জামান ১৯৭৫ সালের জেল হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন এবং ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেয়ার আগে তাকে খালাস দেয়া হয়।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার
কিন্তু খায়রুজ্জামান দেশে ফিরে না এসে কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী কার্ড নিয়ে সেখানেই থেকে যান বলে দ্য স্টারের খবরে বলা হয়েছে।
এরপর থেকে গত এক দশকেরও বেশি সময় ধরে খায়রুজ্জামান মালয়েশিয়ায় বসবাস করছেন।
আটকের ব্যাপারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি অপরাধ করার জন্য এবং তার নিজ দেশের সরকারের অনুরোধে’ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক এই হাইকমিশনারকে বাংলাদেশে ফেরত আনা হবে কি না জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
আরও পড়ুন: কানাইঘাটে হত্যা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩
২০ বছর চালকের ছদ্মবেশে থাকা ফাঁসির আসামি গ্রেপ্তার
২ বছর আগে
ফরিদপুরে অবৈধ অস্ত্র ও মাদক জব্দ, গ্রেপ্তার ২
ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। এসময় দুজনকে গ্রেপ্তারের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরতলীর ভাজনডাঙ্গা এলাকার খায়রুজ্জামান ওরফে রিজবী শেখ (২১) ও খোকন খান।
বুধবার সকাল ১০টার সময় ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. জামাল পাশা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রিজবী শেখের বাড়িতে তল্লাশি করে বিদেশি ৭.৬৫ আগ্নেয়াস্ত্র (পিস্তল) ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এসময় তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: খুলনায় বিদেশি পিস্তল ও রিভলবার জব্দ, যুবক আটক
অপরদিকে কোমরপুর এলাকায় খোকন খানের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতবাড়ির ভেতর থেকে ৬ কেজি গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকন খানকে প্রেপ্তার করা হয়েছে।
ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, উভয় ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় ফরিদপুর ১ নং আমলী আদালতে রিজবীকে তোলা হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
আরও পড়ুন: ফরিদপুরে গ্রেপ্তার ৭, অস্ত্র ও মাদক জব্দ
২ বছর আগে