খোকন খান
ফরিদপুরে অবৈধ অস্ত্র ও মাদক জব্দ, গ্রেপ্তার ২
ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। এসময় দুজনকে গ্রেপ্তারের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরতলীর ভাজনডাঙ্গা এলাকার খায়রুজ্জামান ওরফে রিজবী শেখ (২১) ও খোকন খান।
বুধবার সকাল ১০টার সময় ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. জামাল পাশা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রিজবী শেখের বাড়িতে তল্লাশি করে বিদেশি ৭.৬৫ আগ্নেয়াস্ত্র (পিস্তল) ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এসময় তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: খুলনায় বিদেশি পিস্তল ও রিভলবার জব্দ, যুবক আটক
অপরদিকে কোমরপুর এলাকায় খোকন খানের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতবাড়ির ভেতর থেকে ৬ কেজি গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকন খানকে প্রেপ্তার করা হয়েছে।
ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, উভয় ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় ফরিদপুর ১ নং আমলী আদালতে রিজবীকে তোলা হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
আরও পড়ুন: ফরিদপুরে গ্রেপ্তার ৭, অস্ত্র ও মাদক জব্দ
২ বছর আগে