অনশনরত
শাবিপ্রবি: অনশনের চতুর্থ দিনে ১৬ শিক্ষার্থী হাসপাতালে, বাকিরাও অসুস্থ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে করা অনশনের চতুর্থ দিনে ২৪ শিক্ষার্থীর মধ্যে ১৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরাও অসুস্থ হয়ে পড়েছেন, তাদের শরীরে স্যালাইন দেয়া হচ্ছে।
শনিবার দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৬৯ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত উপাচার্য পদত্যাগ না করায়, শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।
শিক্ষার্থীরা জানান, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এই তারা অনশন ভাঙবেন না।
অনশনরত শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, ২৪ জন অনশনে বসলেও বাবার অসুস্থতাজনিত কারণে একজন বাসায় চলে গেছেন। শনিবার সকাল পর্যন্ত বাকি ২৩ জনের মধ্যে ১৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতাল ও মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রায় সবার শরীরে স্যালাইন দেয়া হচ্ছে।এদিকে, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় নয়, আলোচনা হবে সিলেটে: শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা
২ বছর আগে