আবাসিক ভবন
আবাসিক ভবনের রেস্তোরাঁ বন্ধের দাবিতে রিট
বেইলি রোডসহ ঢাকার আবাসিক ভবনের সব রেস্তোরাঁ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
রিটে বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের নির্দেশনা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: মামলা জট কমাতে হলে বিচারকের সংখ্যা বাড়াতে হবে: প্রধান বিচারপতি
এদিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আরেকটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান সান্ত্বনা।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি করা হয়।
রিটে গণপূর্ত সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের বিবাদী করা হয়েছে।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী।
আরও পড়ুন: বেইলি রোড অগ্নিকাণ্ড: ৪ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইল রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত ২০ জন। যাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
জানা গেছে, ভবনের প্রথম তলায় চায়ের চুমুক নামে একটি রেস্টুরেন্ট ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত। যা পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। মাত্র এক মাস আগে ভবনটির নিচ তলায় এ রেস্টুরেন্টটি যাত্রা শুরু করে।
আরও পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৩ জন আটক
৮ মাস আগে
মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ
মুন্সীগঞ্জ শহরের একটি আবাসিক ভবনের ৫ তলায় বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল সোয়া ৬টার দিকে শহরের ইদ্রাকপুরে ভবনটিতে বিস্ফোরণের পরেই আগুন লাগে।
অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম জানান, কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিত করা না হলেও ধারণা করা যাচ্ছে, ইলেকট্রিক ডিভাইস ল্যাপটপ বা মোবাইল থেকে এই বিস্ফোরণ হতে পারে।
আরও পড়ুন: রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ ৮
দগ্ধরা হলেন- রিজভি আহমেদ রাসেল (৪২) ও রোজিনা বেগম (৩৫) (তারা স্বামী-স্ত্রী) এবং তাদের সন্তান রাইয়ান আহমেদ (৩) ও রিজভি আহমেদের মা সাহিদা খাতুন (৬৫)। তারা সবাই সিরাজগঞ্জ জেলার বাসিন্দা এবং রাসেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়ান স্টপ সার্ভিসে প্রোগ্রাম অফিসার হিসেবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কর্মরত রয়েছেন। ভবনটিতে তারা ভাড়া থাকেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন জানান, তারা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো সোহেল রানা রানু বলেন, আজ সকালে বিস্ফোরণের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দগ্ধ মানুষের আর্তনাদ কি বিএনপি-জামাতের কানে পৌঁছায় না: তথ্যমন্ত্রী
১১ মাস আগে
মিরপুরে আবাসিক ভবনে আগুন, দগ্ধ ৩
রাজধানীর মিরপুর এলাকায় বুধবার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দুই নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন।তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, বিকেল ৫টার দিকে মিরপুর-১ এর একটি আবাসিক ভবনে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর খিলগাঁও ও পোস্তগোলায় অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ৮
২ বছর আগে
ভারতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭, দগ্ধ ১৫
ভারতের মুম্বাইয়ে একটি আবাসিক ভবনে লাগা আগুনে কমপক্ষে সাতজন মারা গেছেন এবং ১৫ জন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে মুম্বাইয়ের তার্দেও এলাকার কমলা কমপ্লেক্সের ১৮ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত ২০ তলা ভবনের উপরের দুটি তলায় আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতে ঘটনা ঘটে।
কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
তার্দেও এর এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের প্রায় ১৩টি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
আরও পড়ুন: এবছরও ভারতের প্রজাতন্ত্র দিবসে থাকছে না কোনো বিদেশি অতিথি
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে বহুতল ওই ভবনের সাত বাসিন্দা প্রাণ হারিয়েছেন,আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
বাকি বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
দেশটির ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৯
ভারতে একদিনে আড়াই লাখ করোনা রোগী শনাক্ত
২ বছর আগে