ভারতের মুম্বাইয়ে একটি আবাসিক ভবনে লাগা আগুনে কমপক্ষে সাতজন মারা গেছেন এবং ১৫ জন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে মুম্বাইয়ের তার্দেও এলাকার কমলা কমপ্লেক্সের ১৮ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত ২০ তলা ভবনের উপরের দুটি তলায় আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতে ঘটনা ঘটে।
কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
তার্দেও এর এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের প্রায় ১৩টি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
আরও পড়ুন: এবছরও ভারতের প্রজাতন্ত্র দিবসে থাকছে না কোনো বিদেশি অতিথি
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে বহুতল ওই ভবনের সাত বাসিন্দা প্রাণ হারিয়েছেন,আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
বাকি বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
দেশটির ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৯