খালের পানি
কুড়িগ্রামে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকালের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাথারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- সাব্বির হোসেন (৪) একই এলাকার মাঈদুল ইসলামের ছেলে ও ইভা মনি (৩) একই উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের ফজলাল রহমানের মেয়ে।
আরও পড়ুন: লালমনিরহাটে পানিতে ডুবে প্রাণ গেলো ৩ জনের
স্থানীয়রা জানান, দুই শিশু বাড়ির পাশে একটি খালের ওপর খেলতেছিল। কোনো এক সময় খালটিতে পড়ে নিখোঁজ হয়ে যায় তারা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে খালে মেয়ে শিশুটির লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করেন এক ব্যক্তি।
পরে লাশটি উদ্ধার করতে গিয়ে ছেলেটিরও লাশও দেখতে পান। লাশ উদ্ধার করে দুইজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মেম্বার আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি খালের পানিতে পড়ে দুই শিশু মারা গেছে। সম্পর্কে তারা মামা-ভাগনি হয়। মেয়ে বাচ্চাটির বাড়ি ধরনীবাড়ী ইউনিয়নে।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাছভর্তি বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
জামালপুরে পানিতে ডুবে ২ শিশুকন্যার মৃত্যু
১ বছর আগে
খালের পানি নিয়ে দ্বন্দ্ব: সালিসে সংঘর্ষে নিহত ১
সাতক্ষীরার শ্যামনগরের মধুসুদনপুর খালের পানি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব নিরসনে সালিসি বৈঠক চলাকালে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর হাটখোলায় হওয়া এই সংঘর্ষে আরও কমপক্ষে সাতজন আহত হয়েছেন।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রহমত মল্লিক (৬০) উপজেলার মধুসুদনপুর গ্রামের মৃত দিরাজতুল্লাহ মল্লিকের ছেলে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বর-কনে পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ২
আহতরা হলেন- মদুসুদনপুর গ্রামের মৃত নুরালী গাজীর আয়ুব আলী (৪৫), শফিকুল (৩৫), রফিকুল (৫০), জমাত আলী (৫৫), রেজাউল আলী (৪৭), রফিকুল গাজীর ছেলে আলামিন (২২) ও মিজানুর মল্লিকের ছেলে মিয়ারাজ (২৮)।
ভুরুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু জানান, মধুসুদনপুর মৎস্যজীবী সমবায় সমিতির খালের পানি নিয়ে ইজারাদার ও স্থানীয়দের মধ্যে বিরোধ ছিল। এজন্য দু’পক্ষকে নিয়ে মীমাংসার জন্য সালিস ডাকা হয়। সালিস চলাকালে উভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
ভুরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার হোসেন আলী বলেন, ইরি ধান করার জন্য সমবায় সমিতির খালের পানি ব্যবহার নিয়ে বিরোধের বিচার চলাকালীন অবস্থায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে আমি ও চেয়ারম্যান উপস্থিত ছিলাম। তারা সহনশীল হলে এই ঘটনা ঘটতো না।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: ঠাকুরগাঁওয়ে সংঘর্ষে নিহত ৩
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, সিরাজপুর হাটখোলায় সালিসে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। ইতোমধ্যে নিহত রহমত মল্লিকের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ মামলায় দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।
২ বছর আগে