অর্ধগলিত
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিরচর নওপাড়া গ্রামের লাটিয়ামারি বাজারসংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের পাড়ে জমিতে কাজ করতে আসা কয়েকজন কৃষক লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
আরও পড়ুন: নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
তারা আরও জানান, উজান থেকে লাশটি ভেসে এসে থাকতে পারে। তাদের ধারণা, আনুমানিক দুই-তিন দিন আগে থেকে লাশটি পানিতে ভাসছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, পাঞ্জাবি পরিহিত ৫৫ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে কুশিয়ারা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রামে গাছে বৈদ্যুতিক তার পেঁচানো যুবকের লাশ উদ্ধার
১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে ধানখেত থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধানখেত থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলার (২৩ মে) দুপুরে উপজেলার নেকমরদ ইউপির ভকরগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়৷
এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় শনাক্ত হয়নি।
আরও পড়ুন: খুলনার ডুমুরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভকরগাঁও এলাকায় একদল কৃষি শ্রমিক বোরো ধান কাটতে গিয়ে অর্ধগলিত লাশটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে৷
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল হক মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে নারীর গলাকাটা লাশ উদ্ধার
নাটোরে নিখোঁজের ৬ মাস পর মাটিচাপা ব্যাংক কর্মচারীর লাশ উদ্ধার
১ বছর আগে
সুন্দরবনে অর্ধগলিত বাঘের মৃতদেহ উদ্ধার
বন বিভাগ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা সুন্দরবন থেকে একটি অর্ধগলিত বাঘের মৃতদেহ উদ্ধার করেছে।
রবিবার সকাল ৯টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে কলাগাছিয়া সংলগ্ন মুরালী খাল নামক বনের ভিতর থেকে অর্ধগলিত বাঘের মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: সুন্দরবনের ফরেস্ট অফিসের কাছে ৩ বাঘ, আতঙ্কিত বনরক্ষীরা
বনস্টেশন কর্মকর্তা (এসও) নূর আলম জানান, সকালের দিকে জেলেদের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে একটি অর্ধগলিত বাঘের লাশ উদ্ধার করা হয়।
বাঘটি আনুমানিক এক মাস আগে মারা গেছে বলেও তিনি জানান।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মৃত বাঘের হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
তবে বাঘটি মৃত্যুর কারণ জানা যায় নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত বাঘ উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানায় জিডি হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবন থেকে গরু আনতে গিয়ে বাঘের মুখে কৃষক
বাঘের চামড়াসহ ২ চোরা শিকারী আটক
১ বছর আগে
সিলেটে অর্ধগলিত লাশ উদ্ধার
সিলেট শহরতলীর শাহপরান এলাকা থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রয়ারী) বিকালে দাসপাড়া খিদিরপুর গ্রামের একটি বাসার ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তি ফয়সল আহমেদ সিলেট সদর উপজেলার একই গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে।
আরও পড়ুন: দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, ৫৫ ঘন্টা পর ২ ব্যক্তির লাশ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে ওই ব্যক্তি মারা যান।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিদ্যুৎ অফিস থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার
১ বছর আগে
শৈলকুপায় নিখোঁজের ৫ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের পাঁচদিন পর হৃদয় হোসেন (১৬) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের বিলের মাঠের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হৃদয় হোসেন জাঙ্গালীয়া গ্রামের তোতা মিয়ার ছেলে।
আরও পড়ুন: নিখোঁজের ৭ দিন পর ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
কাচেঁরকোল ইউনিয়নের ইউপি সদস্য সেলিম আকতার জানান, ধানখেতের ভিতরে অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, গত পাঁচ দিন আগে মা-বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয় হৃদয়। এরপর থেকেই নিখোঁজ ছিলো সে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তারপরও আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন: নাটোরে নিজ ঘর থেকে আরেক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার
২ বছর আগে
নিখোঁজের ৭ দিন পর ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের সাত দিন পর সিরাজগঞ্জের বেলকুচির ভ্যানচালক ফকির চাঁনের (৩২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে অটোভ্যান ও মোবাইল ফোন উদ্ধারসহ হত্যাকাণ্ডে জড়িত দুই হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভ্যানচালক ফকির চাঁন উপজেলার গাবগাছি গ্রামের হজরত প্রামানিকের ছেলে।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদ থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো- উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের বলরাম চন্দ্র রাজবংশীর ছেলে মাছ ব্যবসায়ী সঞ্জীত চন্দ্র রাজবংশী (৩৫) এবং কামারখন্দ উপজেলার ভারাঙ্গা গ্রামের মৃত বেলার হোসেনের ছেলে মো. আব্দুর রহিম।
সামিউল আলম জানান, ১৭ অক্টোবর রাত ৩টার দিকে অটোভ্যান নিয়ে ফকির চাঁন কাজের জন্য বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি।
তবে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান ফেসবুকে নিখোঁজ সংবাদের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে থানায় একটি মিসিং ডায়রি করেন।
এরপর পুলিশের একটি টিম মাঠে নামে এবং নিখোঁজের সঙ্গে জড়িত সন্দেহে সঞ্জীত চন্দ্র রাজবংশীকে আটক করে।
এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার (২৩ অক্টোবর) রাতে উল্লাপাড়া উপজেলার শ্রীফলগাঁতী গ্রামে রেললাইনের পাশে নিপিয়ার ঘাসের মধ্য থেকে ভ্যানচালক ফকির চাঁনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সঞ্জীত চন্দ্র রাজবংশী পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেলকুচি কড়ইতলা মোড় থেকে ১৭ অক্টোবর রাত ৪ দিকে উল্লাপাড়া থেকে মাছ আনার কথা বলে ফকির চাঁনের ভ্যানটি ভাড়া করে এবং উল্লাপাড়ার ঘাটিনা ব্রিজ এলাকায় নির্জন স্থানে ভ্যানটি থামাতে বলে।
এ সময় ভ্যানচালক ভ্যান থামিয়ে নামার পর তার গলায় দড়ি পেঁচিয়ে মাটিতে ফেলে দেয় এবং লোহার রড দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করার উদ্দেশ্যে নেপিয়ার ঘাসের মধ্যে ফেলে অটোভ্যান ও ভ্যানচালক ফকির চাঁনের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।
পরে কামারখন্দ উপজেলার মো. রহিম নামের এক ব্যক্তির কাছে চোরাই ভ্যানটি বিক্রয় করে। পুলিশের অভিযানে দুইজন আসামিকে গ্রেপ্তারসহ অটোভ্যান ও মোবাইল ফোন উদ্ধারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রডটি জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: রাজশাহীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার
২ বছর আগে
কুশিয়ারা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুশিয়ারা নদীর বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া তেরাদল এলাকা থেকে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বলে ধারণা করছে পুলিশ।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় নিখোঁজের দুই দিন পর বাগান থেকে শিশুসহ ৪ ভারতীয়ের লাশ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুশিয়ারা নদীর কাকরদিয়া তেরাতল এলাকায় স্থানীয় লোকজন লাশটি ভেসে যেতে দেখে পুলিশকে খবর দেন।
বিয়ানীবাজার থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, লাশটি ভারত থেকে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি দীর্ঘ সময় পানিতে থাকায় অনেকটা গলে গেছে, এতে চেহারা চেনা যাচ্ছে না।
তিনি বলেন, পুলিশ নিহত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য শনিবার লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দুর্গম পাহাড় থেকে কাঠুরিয়ার লাশ উদ্ধার
চট্টগ্রামের হালদা নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
২ বছর আগে
চুয়াডাঙ্গায় নদী থেকে নারীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নদী থেকে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) বিকালে উপজেলার ভাঙবাড়িয়া গ্রামের কারিগরপাড়ার মাথাভাঙ্গা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পপি খাতুন (২৬) উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের নগরবোয়ালীয়া গ্রামের তুহিনের স্ত্রী ও একই উপজেলার বেলগাছি গ্রামের ইসলামপাড়ার ভোলা শেখের মেয়ে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে এলাকার কয়েকজন নদীতে একটি নারীর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পড়ুন: মাদারীপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
নিহতের বাবা ভোলা শেখ বলেন, ‘ছয় দিন আগে আমার জামাই তুহিনসহ পরিবারের সদস্যরা আমাকে জানায়, আমার মেয়ে পপি খাতুন কোনো ছেলের সাথে চলে গেছে। কার সাথে গেছে জিজ্ঞাসা করলে কোনো সুদুত্তর দেয়নি তারা। এরপর আমি আলমডাঙ্গা থানায় জিডি করি। পুলিশ ও আমরা অনেক খুঁজেছি। কোথাও পাইনি আমার মেয়েকে। আজ আমার মেয়েটাকে জীবিত পেলাম না, পেলাম নদীর ভেতর মৃত অবস্থায়।’
তিনি আরও বলেন, ‘আমার নাতী মিমের বয়স ১০ বছর। এর আগে অনেকবার তুচ্ছ ঘটনায় আমার জামাই তুহিন ও তার পরিবারের লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়ে আমার বাড়ি চলে এসেছিল। তাই আমার ধারণা জামাই তুহিন ও তার পরিবারের সদস্যরা নির্যাতনের পর হত্যা করেছে আমার মেয়েকে। আমি মেয়ে হত্যার বিচার চাই।’
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান খান বলেন, নিখোঁজের ছয় দিনের মাথায় মাথাভাঙ্গা নদী থেকে পপি খাতুনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পপি খাতুনকে হত্যার করা হয়েছে। সুরতহাল প্রদিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রহস্য উন্মোচনে মাঠে নেমেছে পুলিশ।
পড়ুন: আ'লীগকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট: ছাত্রশিবির নেতার ১০ বছর কারাদণ্ড
২ বছর আগে