ক্যামেরুন
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: ভিনসেন্টের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের পরাজয়
গ্রুপ পর্বের শেষ দিনে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। ভিনসেন্ট আবুবকরের শেষ মুহূর্তের গোলে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দলটিকে হারের স্বাদ নিতেই হল। অন্যদিকে দুর্দান্ত জয়েরও পরও শেষ ১৬-এ জায়গা করে নিতে পারেনি ক্যামেরুন।
বলের দখল ব্রাজিলের কাছেই ছিল। ২১টি শট ও ৭ টার্গেট শট নিয়ে দলটি বেশ দাপুটে খেলা দেখিয়েছে। এর বিপরীতে ক্যামেরুনের পরিসংখ্যান ছিল ৭ ও ৩। কিন্তু ভিনসেন্টের ৯০+২ মিনিটের গোল এই পরিসংখ্যানের হিসাবে অঘটন ঘটিয়ে দেয়।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলের জয়
৩৫ শতাংশ বল নিজেদের পায়ে রাখতে পারলেও ক্যামেরুনের ডিফেন্স ছিল বেশ দৃঢ়। তা না হলে জয় ব্রাজিলেরই হতে পারত! তবে ভিনসেন্টকে লাল কার্ড নিয়েই মাঠ ছাড়তে হয়। ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে রেফারি তাকে ৯০+৩ মিনিটে গোলের উৎসব পালন করার কারণে লাল কার্ড দেখান। তবে সে যাই হোক, তিনি যে ইতিহাস গড়লেন তাতে কোনো সন্দেহ নেই।
৬ পয়েন্ট নিয়ে 'জি' গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ১৬ এর খেলায় সোমবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে ক্যামেরুন ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে তৃতীয় অবস্থানে থেকে এবারের বিশ্বকাপ যাত্রার ইতি টানল।
আরও পড়ুন: বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর শোভযাত্রা
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ স্ট্রিমিং: কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
২ বছর আগে
আফ্রিকা কাপ অব নেশনস: ক্যামেরুনে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ৬
ক্যামেরুনে আফ্রিকা কাপ অব নেশনসের খেলা চলাকালে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ছয় জন মারা গেছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
ক্যামেরুনের মধ্য অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার বলেছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি বলেন, ‘নিহতের সঠিক সংখ্যা এখন জানাতে পারছি না।’
আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোল এর ক্যামেরুন ও কমোরোসের মধ্যকার ম্যাচ দেখার জন্য দেশটির রাজধানী ইয়াউন্ডে ওলেম্বে স্টেডিয়ামে প্রবেশের জন্য দর্শকরা ভিড় করলে পদদলিতের ঘটনা ঘটে।
স্টেডিয়ামের নিকটবর্তী মেসাসি হাসপাতালের কর্মকর্তারা বলছেন, তারা কমপক্ষে ৪০ জন আহত ব্যক্তিকে পেয়েছেন, যাদেরকে পুলিশ এবং বেসামরিক ব্যক্তিরা হাসপাতালে নিয়ে গেছেন। হাসপাতালটিতে সকলের চিকিৎসা করতে সক্ষম নয়।
আরও পড়ুন: পেনসিলভেনিয়ায় ১০০ বানর নিয়ে ট্রাক বিধ্বস্ত, নিখোঁজ অনেক
একজন নার্স ওলিঙ্গা প্রুডেন্স বলেন, ‘আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই খারাপ। তাদের একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করতে হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতের মধ্যে শিশুরাও রয়েছে। যখন স্টেডিয়ামের গেট বন্ধ করে দিয়ে দর্শকদের ঢুকতে দেয়া হচ্ছিল না তখন ঘটনাটি ঘটে। খেলার আগে না খেলার সময় তা স্পষ্ট নয়।
সকার কর্মকর্তারা বলছেন, প্রায় ৫০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার কিন্তু করোনার বিধিনিষেধের কারণে ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশের সুযোগ ছিল না।
খেলায় ক্যামেরুন ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
আরও পড়ুন: ভারতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭, দগ্ধ ১৫
পাকিস্তানের মদদপুষ্ট ৩৫ ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত
২ বছর আগে