প্রতীকী অনশন
বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে বিএনপির প্রতীকী অনশন শুরু
কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে তিন ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছে বিএনপি।
শনিবার সকাল ১১টা ২১ মিনিটে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
আরও পড়ুন: খালেদা জিয়ার জীবন বাঁচাতে বাধা অপসারণ করুন: সরকারের প্রতি বিএনপির নীতিনির্ধারকদের আহ্বান
বিএনপি চেয়ারপার্সনের স্থায়ী মুক্তির দাবিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিএনপি নেতা-কর্মীরা এ কর্মসূচিতে যোগ দিয়েছেন।
প্রতীকী অনশন দুপুর ২টার দিকে শেষ হওয়ার কথা রয়েছে।
এছাড়া দেশের সব জেলা শহর ও মেট্রোপলিটন শহরে একই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।
একই দাবিতে গত সোমবার রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ সারাদেশে সমাবেশ করেছে বিএনপি।
আরও পড়ুন: বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে: ওবায়দুল কাদেরের 'ইউরেনিয়াম' মন্তব্য প্রসঙ্গে আব্বাস
গত ৯ আগস্ট থেকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৫ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ড সুপারিশ করে যে, বাংলাদেশে এখন তার চিকিৎসার কোনো বিকল্প না থাকায় তাকে দ্রুত বিদেশে একটি মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে পাঠানো হোক।
লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন খালেদা জিয়া।
গত ৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার চিকিৎসার জন্য বিদেশে নেয়ার জন্য সরকারের কাছে আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়।
আরও পড়ুন: আমাদের সর্বোচ্চটা করেছি, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
১ বছর আগে
শহীদ মিনারে ছাত্রদলের প্রতীকী অনশনে পুলিশের বাধা
কেন্দ্রীয় শহীদ মিনারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) প্রতীকী অনশন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বিএনপির এই ছাত্র সংগঠন প্রতীকী বিক্ষোভ শুরু করে।
শহীদ মিনার ছাড়ার আগে শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানায় ছাত্রদল।
আরও পড়ুন: শাবিপ্রবি: আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থ সংগ্রহের ৬ অ্যাকাউন্ট বন্ধ
জেসিডির সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানাই আমরা। আমরা এই অমানবিক ভিসির অবিলম্বে পদত্যাগ দাবি করছি।’
জেসিডির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শমল বলেন, ভিসি মানে শিক্ষক, আর শিক্ষক মানে অভিভাবক। কিন্তু শাবিপ্রবি ভিসি তার স্বৈরাচারী আচরণ দেখিয়েছে। তার নির্দেশে পুলিশ ও ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।
কর্মসূচি বিঘ্নিত হওয়ার বিষয়ে জানতে চাইলে দলটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাছির বলেন, আজ বেলা ৩টা পর্যন্ত হরতাল চলার কথা থাকলেও বেলা ১১টা ৪৫ মিনিটে পুলিশ তা বাধাগ্রস্ত করে।
তিনি জানান,পুলিশ তাদের মারধর করেনি, কিন্তু পুলিশ দলের কর্মসূচি সীমাবদ্ধ করে তাদের বিচ্ছিন্ন করেছে এবং এলাকা থেকে সরে যেতে বলেছে।
আরও পড়ুন: শাবিপ্রবির ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রতীকী অনশন
২ বছর আগে