কেন্দ্রীয় শহীদ মিনারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) প্রতীকী অনশন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বিএনপির এই ছাত্র সংগঠন প্রতীকী বিক্ষোভ শুরু করে।
শহীদ মিনার ছাড়ার আগে শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানায় ছাত্রদল।
আরও পড়ুন: শাবিপ্রবি: আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থ সংগ্রহের ৬ অ্যাকাউন্ট বন্ধ
জেসিডির সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানাই আমরা। আমরা এই অমানবিক ভিসির অবিলম্বে পদত্যাগ দাবি করছি।’
জেসিডির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শমল বলেন, ভিসি মানে শিক্ষক, আর শিক্ষক মানে অভিভাবক। কিন্তু শাবিপ্রবি ভিসি তার স্বৈরাচারী আচরণ দেখিয়েছে। তার নির্দেশে পুলিশ ও ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।
কর্মসূচি বিঘ্নিত হওয়ার বিষয়ে জানতে চাইলে দলটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাছির বলেন, আজ বেলা ৩টা পর্যন্ত হরতাল চলার কথা থাকলেও বেলা ১১টা ৪৫ মিনিটে পুলিশ তা বাধাগ্রস্ত করে।
তিনি জানান,পুলিশ তাদের মারধর করেনি, কিন্তু পুলিশ দলের কর্মসূচি সীমাবদ্ধ করে তাদের বিচ্ছিন্ন করেছে এবং এলাকা থেকে সরে যেতে বলেছে।
আরও পড়ুন: শাবিপ্রবির ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রতীকী অনশন