ওয়াজ মাহফিল
সাভারে ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে আহত ৩
সাভারে ওয়াজ মাহফিলে ইমরুল নামে এক যুবকের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ওয়াজ মাহফিলে প্রবেশের সময় স্বেচ্ছাসেবকরা বাধা দিলে তিনি এই ঘটনা ঘটান।
আহতরা হলেন- রাহাত, মনি ও নাজমুল হোসেন। তাদের সাভার থানা রোডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছুরি হামলার পর স্থানীয়রা ইমরুলকে হাতেনাতে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ ও আল আমিন জানান, স্বেচ্ছাসেবকদের বাধার মুখে ওয়াজ মাহফিলে ঢুকতে না পেরে পকেট থেকে ছুরি বের করে তিনি (ইমরুল) স্বেচ্ছাসেবক তিন যুবককে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘এ ঘটনায় ইমরুলের বিরুদ্ধে মামলা হয়েছে।’
আরও পড়ুন: খুলনার দুঃখ বিল ডাকাতিয়া, জীবন-জীবিকার ঝুঁকিতে এলাকাবাসী
১ দিন আগে
পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যার অভিযোগ
পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শিমুল হোসেন (২১) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৯ টার দিকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিমুল চর ঘোষপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে। তিনি পাবনা জিলা স্কুলের এসএসসি ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আহতরা একই এলাকার কাওসার হোসেন (১৯) ও দিসার আলী (২০)।
এ ঘটনায় শান্ত হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, চরঘোষপুর গ্রামে একটি ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়। এর মধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসার আগেই তার মৃত্যু হয়।
ওসি আব্দুস সালাম জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে তর্কের জেরে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
২ সপ্তাহ আগে
সিলেটেও মামুনুল হককে মাহফিলের মঞ্চে উঠতে দেয়া হয়নি
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর আসলেও তাকে ওয়াজ মাহফিলের মঞ্চে উঠতে দেয়া হয়নি।
৩ বছর আগে
ওয়াজ মাহফিলে আক্রমণাত্মক বক্তব্য, কথিত মওলানা গ্রেপ্তার
চট্টগ্রামে ওয়াজ মাহফিলের নামে দেশের গণ্যমান্য ব্যক্তি ও আলেমদের আশালিন ভাষায় গালাগাল ও আক্রমণাত্মক বক্তব্য দেয়ার অভিযোগে মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলা নামে কথিত এক মওলানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে