চট্টগ্রামে ওয়াজ মাহফিলের নামে দেশের গণ্যমান্য ব্যক্তি ও আলেমদের আশালিন ভাষায় গালাগাল ও আক্রমণাত্মক বক্তব্য দেয়ার অভিযোগে মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলা নামে কথিত এক মওলানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির জানান, গত ৩ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি ওয়াজ মাহফিলে আল্লামা শাহ আহমদ শফী এবং মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে প্রকাশ্যে মাইকে গালাগাল ও আক্রমণাত্মক বক্তব্য দেন মাহবুবুল হক আল কাদেরী।
এ নিয়ে মওলানা আব্দুল মবিন নামে এক ব্যাক্তি মাহবুবুল হক আল কাদেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ওয়াজ মাহফিলের ওই ভিডিও অনলাইনে ছাড়ার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে।
এর আগে মাহবুবুল হক আল কাদেরীর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছিল বলেও জানায় পুলিশ।