পরিচালক সমিতি
আমি কোনো অন্যায় করিনি: এফডিসির এমডি
নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এফডিসির ব্যবস্থাপনার পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিন।
তিনি বলেন, ‘আমার তরফ থেকে কোনো অন্যায় করিনি। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন তারা যদি কথা বলতে চায়, আমি রাজি আছি। কিন্তু তারা যেই অভিযোগ করছেন সেগুলো আমার বিরুদ্ধে আসে না।’
রবিবার এফডিসিতে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: এফডিসির এমডির পদত্যাগের দাবি পরিচালক সমিতিসহ ১৭ সংগঠনের
শনিবার ১৭ সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন। সম্মেলনে বলা হয়েছে, এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনকে এফডিসিতে ঢুকতে দেয়া হবে না।
১৭ সংগঠনের সদস্যরা এ সকল উদ্দেশ্যে রবিবার এফডিসির মূল ফটকে অবস্থান করেন। তবে তাদের আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেন এমডি নুজহাত ইয়াসমিন।
এ বছর নির্বাচনে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মতায়ন নিয়েও অনেক অভিযোগ রয়েছে। এবারের নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুণ গণমাধ্যমে জানিয়েছিলেন এমডির অনুমতিতেই সব হচ্ছে। কিন্তু বিষয়টি সংবাদ সম্মেলনে অস্বীকার করে তিনি বলেন, ‘প্রশাসন কীভাবে কাজ করবে সেটি তাদের দাযিত্ব ছিল। আর কর্তৃপক্ষ থেকে যেই অনুমতি দেয়া হয়েছে তারও একটা লিখিত কপি তার কাছে রয়েছে।’
উল্লেখ্য, এবারের চলচ্চিত্র সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি ১৭ সংগঠনের সদস্যদের। এ নিয়ে এফডিসি প্রাঙ্গণে উত্তাল পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি ইলিয়াস কাঞ্চন, সম্পাদক জায়েদ খান
২ বছর আগে
এফডিসির এমডির পদত্যাগের দাবি পরিচালক সমিতিসহ ১৭ সংগঠনের
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দ্বি-বার্ষিকী নির্বাচন চলাকালীন পরিচালক সমিতিসহ এফডিসির ১৭ সংগঠনের সদস্যদের প্রবেশে বাধা দেয়ায় শনিবার এফডিসি প্রাঙ্গণে সকল সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি।
সংবাদ সম্মেলনে সবার পক্ষ থেকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এফডিসির এমডির পদত্যাগ দাবি করেন।
সোহানুর রহমান সোহান বলেন, ‘গতকাল শিল্পী সমিতির নির্বাচনের সময় পরিচালকদের বাইরে থাকতে হয়েছে। আমাদের লাঞ্ছিত করা হয়েছে। এর প্রতিবাদস্বরূপ পরিচালক সমিতির সিদ্ধান্ত শিল্পী সমিতিকে পরবর্তীতে এফডিসিতে নির্বাচন করতে আমরা দেব না।’
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি ইলিয়াস কাঞ্চন, সম্পাদক জায়েদ খান
গতকালের ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনে অভিযোগ জানায় পরিচালক সমিতি। কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তাই এফডিসির বর্তমান এমডির পদত্যাগ চায় পরিচালক সমিতি। তাদের দাবি, এমডিকে অপসারণ না করা হলে, কোনো কার্যক্রম হতে দেবে না তারা।
সোহানুর রহমান সোহান বলেন, ‘আগামীকাল এফডিসিতে শুটিং রয়েছে। এরপরই সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আমরা যতগুলো সংগঠন পারি এফডিসির গেটের সামনে শুয়ে থেকে এমডির প্রবেশ ঠেকাব। তাকে যদি প্রবেশ করতেই হয়, আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে।’
সংবাদ সম্মেলনে এবারের শিল্পী সমিতির নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধেও অভিযোগ করেন সোহানুর রহমান সোহান। তাকেও এফডিসি থেকে অবঞ্চিত ঘোষণা দেয়া হয়। সোহান বলেন,‘ পরীজাদা শহীদুল হারুণ প্রশাসনকে বুঝিয়েছেন আমরা থাকলে তিনি ভালোভাবে নির্বাচন করতে পারবেন না। আমরা সকল সংগঠন সিদ্ধান্ত নিয়েছি, পরীজাদা আমাদের সিনেমায় আর অভিনয় করতে পারবেন না।’
আরও পড়ুন: অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক
২ বছর আগে