স্বাস্থ্য অধিদপ্তর
করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১২ হাজার ১৮৩
দেশে করোনায় মৃত্যু বেড়েই চলছে। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ১৮৩ জন। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জনে। এর আগে শনিবার করোনায় ২১ জনের মৃত্যু হয়েছিল।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ০৬ টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে মোট শনাক্তের সংখ্যা ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনে পৌঁছেছে। এসময় শনাক্তের হার ২৮.৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ১৬৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৬৯ শতাংশ।
আরও পড়ুন: ভাসমান জনগোষ্ঠীকে দেয়া হবে জনসনের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশকে ২ কোটি ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিল ফ্রান্স
২ বছর আগে