টিআর
সরকারের ‘দুর্যোগ সহনীয় ঘরের’ পিলার ভেঙ্গে বৃদ্ধার মৃত্যু
গৃহহীনের জন্য সরকারের ‘দুর্যোগ সহনীয় ঘর’এর পিলার ভেঙ্গে হবিগঞ্জে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘর নির্মাণের তিন বছরের মাথায় কোন দুর্যোগ ছাড়াই ভেঙে পড়েছে সেই ঘর। শনিবার সন্ধ্যায় জেলার বানিয়াচং উপজেলার মাদারিটুলা মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিরাপজান বিবি (৮৯) মাদারিটুলা মহল্লার মৃত নেয়ামত উল্লাহর স্ত্রী।
স্থানীয়রা জানান, নেয়ামত উল্লাহ’র ছেলে শরিফ উল্লাহর জায়গা থাকলেও কোন ঘর ছিল না। ২০১৯ সালে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির বিশেষ বরাদ্দের অর্থ দিয়ে সারাদেশে এক লাখ ২৫ হাজার ঘর দেয় সরকার। এ সময় শরিফ উল্লাহ একটি ঘর বরাদ্দ পান।
আরও পড়ুন: কেরানীগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর মিয়া জানান, শনিবার সন্ধায় শিরাপজান বিবি ঘরের বারান্দার একটি পিলারের সঙ্গে হেলান দিয়ে চেয়ারে বসা ছিলেন। হঠাৎ পিলারটি ভেঙে তার উপর পড়ে যায়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, ‘তিন বছর আগে নির্মাণ করা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দের একটি ঘরে বাস করতেন বৃদ্ধার পরিবার। তবে তার মৃত্যুর ঘটনাটি আমরা নেহাতই একটি দুর্ঘটনা হিসেবে দেখছি। আপাতত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের দাফনের টাকা দেয়া হচ্ছে। পরবর্তীতে ওই পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের ছেলের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে একটি আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।
আরও পড়ুন: দশ হাসপাতাল ঘুরে শয্যা না পেয়ে বৃদ্ধার মৃত্যু
২ বছর আগে