গোলরক্ষক
ফিফা বর্ষসেরার তালিকায় মেসি
কোপা আমেরিকা জয় এবং ইন্টার মায়ামির হয়ে মাঠে দারুণ সময় কাটালেও এ বছরের ব্যালন দ’রের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না লিওনেল মেসি। তবে বছরজুড়ে মেসির কাজের স্বীকৃতি দিতে ভোলেনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৪ সালে ফুটবলের বর্ষসেরার পুরস্কার ‘দ্য বেস্ট’-এর তালিকায় রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
শুক্রবার ফিফার ওয়েবসাইটে ২০২৪ সালের দ্য বেস্টের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। ১১ জনের ওই সংক্ষিপ্ত তালিকায় রয়েছে মেসির নাম।
মেসি ছাড়াও এই তালিকায় রয়েছেন এবারের ব্যালন দ’র জয়ী রদ্রি। এছাড়া রিয়াল মাদ্রিদের ৬ খেলোয়াড় রয়েছেন এই তালিকায়- ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহ্যাম, দানি কারভাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপ্পে। এ ছাড়াও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বায়ের লেভারকুজেনের ফ্লোরিয়ান ভিয়ার্টস ও বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামালও জায়গা করে নিয়েছেন এই তালিকায়।
এ নিয়ে ফিফা ‘দ্য বেস্ট’ প্রচলনের পর থেকে এ পর্যন্ত ৯ বারই মনোনয়ন পেলেন মেসি। এর মধ্যে তিনি পুস্কারটি জিতেছেন তিনবার (২০১৯, ২০২২ ও ২০২৩ সালে)।
‘দ্য বেস্ট’ পুরুষ ফুটবলারের পাশাপাশি আরও ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে রয়েছে বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলরক্ষক, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার। এছাড়া দেওয়া হবে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।
পুরস্কারগুলোর প্রত্যেকটির জন্য ভোট দিতে পারেন ভক্ত-সমর্থকরা। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলরক্ষক নির্বাচনে মোট ভোটের এক চতুর্থাংশ রাখা হয়েছে দর্শকদের জন্য, বাকি তিন ভাগ দেন ফিফার সদস্যদেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। সেরা গোল ও একাদশ নির্বাচনে ভক্তদের ভোটের হার অর্ধেক। ফিফার ওয়েবসাইটে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ভোট দেওয়া যাবে।
২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নিয়ে প্রতিটি বিভাগের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। ‘দ্য বেস্ট’-এর ১১ জনের মধ্যে ইউরোপেরে বাইরে থেকে মনোনয়ন পেয়েছেন শুধু মেসিই।
আরও পড়ুন: হ্যাটট্রিক করে রোনালদোকে ছুঁলেন মেসি
তাকে মনোয়ন দেওয়ার ব্যাখ্যায় ফিফা বলেছে, বয়স ৩৭ হয়ে গেলেও ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন মেসি। তার অনুপ্রেরণামূলক পারফরম্যান্সে ২০২৩ লিগস কাপের পর রেকর্ড সংখ্যক পয়েন্ট অর্জন করে ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি। এছাড়া এ সময়ের মধ্যে তার নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এমনকি বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চলে জয় দিয়ে বছর শেষ করা আর্জেন্টিনা রয়েছে পয়েন্ট টেবিলের চূড়ায়, আর সর্বোচ্চ ৬ গোল নিয়ে সবার উপরে মেসি।
এক নজরে ‘দ্য বেস্ট’-এর সংক্ষিপ্ত তালিকা
সেরা পুরুষ ফুটবলার: জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ), দানিয়েল কারভাহাল (স্পেন/রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি), টনি ক্রুস (জার্মানি/রিয়াল মাদ্রিদ), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মায়ামি), রদ্রিগো এরনান্দেস (স্পেন/ম্যানচেস্টার সিটি), ফেদেরিকো ভালভার্দে (উরুগুয়ে/রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ), ফ্লোরিয়ান ভিয়ার্টস (জার্মানি/বায়ের লেভারকুজেন), লামিন ইয়ামাল (স্পেন/বার্সেলোনা)।
সেরা কোচ: শাবি আলোনসো (বায়ের লেভারকুজেন), কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)।
সেরা গোলরক্ষক: জানলুইজি দোন্নারুম্মা (ইতালি/পিএসজি), এদেরসন মোরায়েস (ব্রাজিল/ম্যানচেস্টার সিটি), আন্দ্রিই লুনিন (ইউক্রেন/রিয়াল মাদ্রিদ), মাইক মাইনিয়ঁ (ফ্রান্স/এসি মিলান), এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা/অ্যাস্টন ভিলা), দাভিদ রায়া (স্পেন/আর্সেনাল), উনাই সিমোন (স্পেন/আথলেতিক বিলবাও)।
২ সপ্তাহ আগে
বার্সায় খেলতে চান রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক!
গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন চোটের মিছিলে যোগ দেওয়ায় বিপদে পড়েছে বার্সেলোনা। চোটে চলতি মৌসুম প্রায় শেষই হয়ে গেছে ৩২ বছর বয়সী এই জার্মান গোলরক্ষকের।
ঘটনাটি গত রোববারের। লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে খেলতে গিয়ে সেদিন শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করতে থাকেন টের স্টেগেন। এরইমাঝে বিরতির কিছুক্ষণ আগে লাফিয়ে উঠে অসাধারণ একটি সেভ করতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে বাজেভাবে পড়ে যান তিনি।
এরপর মাঠেই টিম ফিজিওরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন, কিন্তু অবস্থা এতটাই গুরুতর হয়ে পড়ে যে, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচটি ৫-১ গোলে জেতার পর ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যম এবং সাংবাদিকদের বরাতে জানা যায়, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে চলেছেন এই গোলরক্ষক। পরেরদিন এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।
আরও পড়ুন: টের স্টেগেনের চোট: বিকল্প খুঁজলেও পেনিয়াতেই আস্থা ফ্লিকের
ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ডান পায়ের ‘প্যাটেলা টেন্ডন’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টের স্টেগেনের। সোমবার তার পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। পুরোপুরি সেরে উঠতে অন্তত আট মাস সময় লাগতে পারে এই গোলরক্ষকের।
টের স্টেগেন চোটে পড়ার পর থেকেই তার বিকল্প খোঁজার কথা চাউর হয়েছে। এক্ষেত্রে নতুন গোলরক্ষক দলে ভেড়াতে আগামী জানুয়ারি মাসের শীতকালীন দলবদল শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে বার্সেলোনা। তবে লা লিগার নিয়ম অনুযায়ী, চুক্তির বাইরে আছেন (ফ্রি এজেন্ট), এমন গোলরক্ষক তারা এখনই দলে ভেড়াতে পারে।
নতুন গোলরক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠক করে বার্সেলোনার পরিচালানা পর্ষদ। বৈঠকে শীতকালীন দলবদল পর্যন্ত অপেক্ষা না করে এখনই ফ্রি এজেন্ট কাউকে দলে ভেড়াতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া পত্রিকা কোপের সাংবাদিক হেলেনা কন্দিস।
এরইমধ্যে বেশ কয়েকজন গোলরক্ষেকের নামও আলোচনায় উঠে এসেছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: বড় জয়ে অপরাজেয় যাত্রা অব্যাহত বার্সেলোনার
এই তালিকায় সবার ওপরে রয়েছেন অবসরে যাওয়া ক্লাবটির সাবেক চিলিয়ান গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো। ব্রাভো আগেই বলে দিয়েছেন, বার্সেলোনা চাইলে অবসর ভেঙে এই আপৎকালীন পরিস্থিতিতে ক্লাবটিকে সহযোগিতা করতে প্রস্তুত তিনি।
তবে এর চেয়েও বড় খবর হচ্ছে, রিয়াল মাদ্রিদের সাবেক এক গোলরক্ষক বার্সেলোনার গোলমুখ সামলাতে চান।
শুনতে অসম্ভব মনে হলেও এমনই খবর দিয়েছেন ট্রান্সফার গুরু ইতালিয়ান সাংবাদিক ফাব্রিৎসিও রোমানো।
২ মাস আগে
টের স্টেগেনের চোট: বিকল্প খুঁজলেও পেনিয়াতেই আস্থা ফ্লিকের
চোটের কারণে মৌসুমই প্রায় শেষ হয়ে গেছে বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের। ফলে নতুন করে তার বিকল্প খুঁজতে হচ্ছে ইতোমধ্যে আর্থিক সংকটে জর্জরিত ক্লাবটিকে। তবে দ্বিতীয় গোলরক্ষক ইনিয়াকি পেনিয়ার ওপরই আস্থা রাখার কথা জানিয়েছেন বার্সা বস হান্সি ফ্লিক।
ভিয়ারিয়ালের মাঠে গত রোববার খেলতে গিয়ে শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করতে থাকেন টের স্টেগেন। এরই মাঝে বিরতির কিছুক্ষণ আগে লাফিয়ে উঠে অসাধারণ একটি সেভ করতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে বাজেভাবে পড়ে যান ৩২ বছর বয়সী এই জার্মান।
এরপর মাঠেই টিম ফিজিওরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন, কিন্তু অবস্থা এতটাই গুরুতর হয়ে পড়ে যে, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচটি ৫-১ গোলে জেতার পর ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যম এবং সাংবাদিকদের বরাতে জানা যায়, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে চলেছেন এই গোলরক্ষক। পরেরদিন এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।
আরও পড়ুন: বড় জয়ে অপরাজেয় যাত্রা অব্যাহত বার্সেলোনার
ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ডান পায়ের ‘প্যাটেলা টেন্ডন’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টের স্টেগেনের। সোমবার তার পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। পুরোপুরি সেরে উঠতে অন্তত আট মাস সময় লাগতে পারে এই গোলরক্ষকের।
টের স্টেগেন চোটে পড়ার পর থেকেই তার বিকল্প খোঁজার কথা চাউর হয়েছে। এক্ষেত্রে নতুন গোলরক্ষক দলে ভেড়াতে আগামী জানুয়ারি মাসের শীতকালীন দলবদল শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে বার্সেলোনা। তবে লা লিগার নিয়ম অনুযায়ী, চুক্তির বাইরে আছেন (ফ্রি এজেন্ট), এমন গোলরক্ষক তারা এখনই দলে ভেড়াতে পারে।
২ মাস আগে
এবার বিদায় বলে দিলেন নয়ার
বয়স বেড়ে চললেও বিশ্রাম নেওয়ার কথা যেন ভুলেই গিয়েছিলেন জার্মান ফুটবল দলের অধিনায়ক ও গোলরক্ষক মানুয়েল নয়ার। তবে জাতীয় দলের জার্সিতে ১৫টি বসন্ত পার করে এবার আন্তার্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।
২০০৯ সালে জার্মানির জাতীয় দলে অভিষেক হয় ৩৮ বছর বয়সী এই গোলরক্ষকের। এরপর থেকে দলটির গোলপোস্টের নিচে এতদিন একক আধিপত্য বিস্তার করে ছিলেন তিনি। মাঝে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ২০১৪ সালের বিশ্বকাপও জেতেন তিনি।
গত ১৫ বছরে জাতীয় দলের জার্সিতে ১২৪ ম্যাচ খেলেছেন নয়ার, যার মধ্যে ৪৯ ম্যাচেই গোলপোস্ট অক্ষত রাখতে সক্ষম হয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে নয়ার লেখেন, ‘জার্মান জাতীয় দলে আমার শেষ দিন আজ। আমাকে যারা চেনেন, তারা নিশ্চয় জানেন যে কতটা গুরুত্বের সঙ্গে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
‘শারীরিকভাবে আমি এখনও পুরোপুরি ফিট, তাই আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সবাই আমাকে (দলে) থেকে যেতে বলেছিলেন। তবে আমার কাছে জাতীয় দলের অধ্যায় শেষ করার এটাই উপযুক্ত সময় বলে মনে হয়েছে।’
আরও পড়ুন: বার্সা ছাড়ার গুঞ্জনের মাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গুন্ডোগান
নয়ারের অবসরের ঘোষণার পর জার্মান ফুটবল ফেডারেশন থেকে তাকে ‘সর্বকালের সেরা গোলরক্ষকদের একজন’ খেতাব দিয়ে বিদায় জানানো হয়েছে।
এক বিবৃতিতে ফেডারেশন লিখেছে, ‘তোমার জন্য লেখা সব শব্দই ছোট হয়ে যাবে। তবে তার সবই হৃদয় থেকে লিখছি: ধন্যবাদ মানু (মানুয়েল)।’
‘তোমার অনন্য, অসামান্য সাফল্যের জন্য অভিনন্দন। বিশেষ করে দল ও সতীর্থদের জন্য তোমার উৎসর্গ, বন্ধুত্ব এবং কোটি কোটি ভক্ত ও ফুটবলারদের জন্য তুমি অনুপ্রেরণা হয়ে থাকবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গোলকিপিংয়ের ধরনই বদলে দিয়েছ তুমি, যেমনটি করেছ দলের খেলায়। একজন অধিনায়ক হিসেবে, রোল মডেল হিসেবে, বিশ্বচ্যাম্পিয়ন ও একজন বন্ধু হিসেবে আমরা তোমাকে মিস করব।’
মাঠে নেমে শুধু গোলপোস্ট রক্ষা করাই নয়, একজন ডিফেন্ডারের কাজও করে গোলকিপিংয়ে নতুন যুগের সূচনাকারীদের একজন হয়ে ওঠেন নয়ার। তিনি মাঠে থাকলে বাড়তি সুবিধা পায় তার সতীর্থরা।
আরও পড়ুন: আবেগী পোস্টে ফুটবলকে বিদায় জানালেন ক্রুস
তার জার্মান সতীর্থ ইলকাই গুন্ডোগান অবসরের ঘোষণা দেওয়ার দুদিন পর তিনিও বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে দিলেন।
এর আগে, ইউরো আসর শেষে অবসরের ঘোষণা দেন টমাস মুলার ও টনি ক্রুস। তারপর থেকে জার্মান জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলাররা একে একে অবসরের ঘোষণা দিতে শুরু করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন নয়ার।
তবে জাতীয় দল ছাড়লেও ক্লাবে খেলা চালিয়ে যাবেন তিনি।
৩ মাস আগে
নাটোরে সড়ক দুর্ঘটনায় জেলা ফুটবল দলের গোলরক্ষক সাফায়াতের মৃত্যু
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো নাটোর জেলা ফুটবল দলের গোল রক্ষক সাফায়াত ফারদিন। রবিবার বিকালে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শহরের নবীনগর বাইপাস এলাকায় এ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হয় সাফায়াত ফারদিন ও তার বন্ধু শৈবাল।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানেই মৃত্যু হয় সাফায়াতের।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় আইনজীবী ও কলেজ ছাত্রসহ নিহত ৩
নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আলী মুকুল জানান, সাফায়াত ফারদিন বিকেএসপি ১৯ ব্যাচের ছাত্র ছিল। সে ঢাকার পাইওনিয়ার ফুটবল লীগ, অনূর্ধ্ব-১৬ এবং নাটোর জেলা ফুটবল দলের নিয়মিত গোলরক্ষক ছিল। দুর্ঘটনায় এ্যাম্বুলেন্সের দুই যাত্রীও আহত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সার্জেন্ট জাহিদুল ইসলাম জানান, কেউ মামলা না করলে পুলিশই বাদি হয়ে মামলা করবেন।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপারসহ নিহত ৩
২ বছর আগে