আত্রাই
নওগাঁয় একই ঘর থেকে ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার
নওগাঁর আত্রাইয়ে একই ঘরে দড়িতে ঝুলছিল মা ও মেয়ের লাশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামগ্রাম বাঁধপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত সাবিনা আক্তার (২৬) ওই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী এবং আফরোজা আক্তার (১০) ওই দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক আরিফুল ইসলাম প্রতিদিনের মতো সকালে তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। সকাল সাড়ে ৮টার দিকে সকালের খাবার খেতে বাড়িতে এসে তিনি ঘরে দেখতে পান তার স্ত্রী সাবিনা আক্তার ও মেয়ে আফরোজা আক্তারের লাশ শোয়ার ঘরে ঝুলছে। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে আত্রাই থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১১ টার দিকে লাশ দুটি উদ্ধার করে।
স্থানীয় একটি সূত্র জানা যায়, ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে আরিফুল ইসলামের স্ত্রী সাবিনার ঝগড়া হয়। পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন সোহাগের নেতৃত্বে একটি শালিসি বৈঠক হয়। ওই বৈঠকে গৃহবধূ সাবিনা আক্তার ও তার মেয়ে আফরোজা আক্তারকে অভিযুক্ত করে রায় দেওয়া হয়।
আরও পড়ুন: চাঁদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
অনুমান করা হচ্ছে, ওই শালিসি বৈঠকের রায়ের প্রতি ক্ষুব্ধ হয়ে তারা মা-মেয়ে দুজনে একসঙ্গে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে ইউপি সদস্য রুহুল আমিন সোহাগ বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় সালিসি বৈঠক হয়েছে। তবে ওই বৈঠকে দু’পক্ষকে হাত ধরে মিল করে দেওয়া হয়েছে। এখানে অভিযুক্তের কোনো বিষয় নেই।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে নিহতের পক্ষ থেকে অভিযোগ প্রক্রিয়াধীন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার
যশোরের চৌগাছায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
দিনাজপুরের আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরের খানসামার আত্রাই নদীতে ডুবে লাবিব (৯) নামের এক শিশু মারা গেছে। রবিবার দুপুর ১টার দিকে ওই ঘটনা ঘটে।
লাবিব খানসামা উপজেলার আালোকঝাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। সে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সহোদর লামিয়া এবং লাবিবের সঙ্গে নদীতে গোসল করছিল আরেক শিশু সিয়াম। এসময় তারা তিনজনই পানিতে তলিয়ে যায়। নিজের চেষ্টায় সিয়াম তীরে উঠতে পারলেও জেলেরা টেনে তুলে লামিয়াকে। এসময় নিখোঁজ তার ছোট ভাই লাবিব তলিয়ে যায়। এক ঘন্টার চেষ্টায় তাকে অসার অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
খানসামা উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান,খবর পেয়ে বিকাল সোয়া ৩টার দিকে উদ্ধার অভিযানে নামেন তারা। মাছ শিকারি জেলেদের জাল ব্যবহার করে এবং স্থানীদের সহায়তায় বিকাল সোয়া ৪টার দিকে লাবিবকে উদ্ধার করা হয়েছে।
পাকেরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক লেমন চন্দ্র সেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে শিশুর মৃত্যু
মেঘনা নদীতে ডুবে থাকা বাল্কহেড থেকে নিখোঁজ ক্রু সদস্যের লাশ উদ্ধার
২ বছর আগে
আত্রাইয়ে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
নওগাঁর আত্রাইয়ে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার বান্নীতলা বাজার এলাকায় বালু পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান খান নাদিম (৪০) উপজেলার খট্টেশ্বর খানপাড়া গ্রামের আরিফুজ্জামান খানের ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
নিহতের পরিবার জানায়, সোমবার দুপুরের পর বান্নীতলা বাজার এলাকায় বালু পয়েন্টে থেকে ট্রাক চলাচলের জন্য উপযোগী রাস্তা তৈরি করছিলেন আরমান খান নাদিম। এই সময় একটি ট্রাক্টর পেছন দিকে করে যাওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন নাদিম।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ে সেনাসদস্য নিহত
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান আরমান খান নাদিম।
এই বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ না করায় এবং নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় ময়নাতদন্তে ছাড়াই মঙ্গলবার সকালে পরিবারে কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বাদ জোহর জানাযা শেষে নিহত নাদিমকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
আরও পড়ুন: বান্দরবানে বিস্ফোরণে ২ সেনাসদস্য নিহত
২ বছর আগে