ঘুড়ি
সালথার আকাশে উড়লো বাহারি রঙের ঘুড়ি
আবহমান গ্রাম-বাংলা থেকে হারাতে বসেছে সেই চিরচেনা ঘুড়ি উৎসব। তাই এই হারানো ঐতিহ্যকে ফেরাতে ও বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে ফরিদপুরে সালথায় অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব।
‘ঘুড়ি উৎসবের আনন্দে এবার মেতে উঠবে সবাই’- এ স্লোগানকে ধারণ করে সালথা উপজেলা প্রশাসন এ ঘুড়ি উৎসবের আয়োজন করে।
আষাঢ়ের বাদল দিনের বৃষ্টি উপেক্ষা করে শতশত দর্শনার্থী এ উৎসবে অংশ নেয়।
আরও পড়ুন: সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ গাইড: যাওয়ার উপায় ও আনুষঙ্গিক খরচ
শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৪টায় সালথা উপজেলা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সংসদ সদস্য কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শাহদাব আকবর লাবু চৌধুরীর সহধর্মিণী শাহনাজ খুশি, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মো: সালাহউদ্দিন আইয়ূবী, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক, সালথা উপজেলা আ'লীগের সাধারণ ফারুক উজ্জামান ফকির মিয়া, সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি মো: সেলিম মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম প্রমুখ।
এ উৎসবে শতাধিক ঘুড়ি উড়ানো হয়েছে আকাশে। শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার, আকৃতি ও রং-বেরঙের ঘুড়ি নিয়ে অংশ নেন। নানা আকৃতির ঘুড়ির মধ্যে ছিল মাছ, ঈগল, প্রজাপতি, লেজযুক্ত ঘুড়ি প্রভৃতি। উৎসব দেখতে শত শত মানুষের ঢল নামে।
১ বছর আগে
ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়ামুকুন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াদ (১০) ওই গ্রামের জিয়া উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: মতলব উত্তরে বজ্রপাতে কৃষক নিহত
রাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাবুল আলম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বুধবার সকালে জিহাদ বাড়ির পাশের একটি মাঠে বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়ানোর সময় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে অচেতন হয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. নাসরিন সুলতানা মুন তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, শিশুটি বন্ধুদের সঙ্গে খোলা মাঠে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়।
পরিবারের আবেদন ও স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বরিশালে বজ্রপাতে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু
শরীয়তপুরে বজ্রপাতে ৩ জন নিহত
১ বছর আগে
খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত সালমান আদিব (৯) বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মচারী রুহুল আমিনের ছেলে।
শিশুটির বাবা বলেন, 'সে আজ একা ছাদে গিয়েছিল এবং খেলার সময় পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ইবি শিক্ষকের গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বসতঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু
১ বছর আগে
রাজধানীতে ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীতে ঘুড়ি ওড়ানোর সময় সাত তলা ভবন থেকে পড়ে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার গেন্ডারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান হোসেন জিম (৮) গাইবান্ধা জেলার জামালের ছেলে। তার বাবা একজন রিকশাচালক ও মা গৃহকর্মী হিসেবে কাজ করেন। তারা গেন্ডারিয়ার ফরিদাবাদ মাদরাসা রোডে বসবাস করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বেলা সাড়ে ১১টার দিকে তার মা যে বাসায় কাজ করে সে বাসার সাততলা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে যায় জিসান। একপর্যায়ে পিছলে পাশের বাড়ির টিনের ছাদে পড়ে যায়।
পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁদপুরে ব্যাংকের গাড়ির চাপায় শিশুর মৃত্যু, প্রতিবাদে ভাঙচুর
২ বছর আগে