রাবি শিক্ষার্থী
রাবিতে শিক্ষার্থীদের আটকের চেষ্টা, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নেটওয়ার্কের পূর্বঘোষিত কর্মসূচি পালনের সময় শিক্ষার্থীদের আটকের চেষ্টা করে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের রক্ষা করতে শিক্ষকরা এগিয়ে এলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের সময় বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ ঘটনা ঘটে।
ধস্তাধস্তির মধ্যে দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ করেন শিক্ষকরা। এ সময় ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদশীরা জানান, আজকের কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী রাবির শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন। তারপর সেখান থেকে মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকদের সঙ্গে মৌন মিছিল শুরু করেন তারা।
প্রায় ঘণ্টাখানেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে মৌন মিছিল শেষ হয়।
মৌন মিছিল শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করার সময় সাদা পোশাকের অস্ত্রধারী কয়েকজন শিক্ষার্থীদের তুলে নেওয়ার চেষ্টা করে।
পরে শিক্ষার্থীদের চিৎকারে সেখানে শিক্ষকরা উপস্থিত হয়ে ছাত্রদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাদা পোশাকের পুলিশের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের হস্তক্ষেপে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম জানান, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। তিনি নিশ্চিত করেছেন, কিছু শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয়েছে।
৩ মাস আগে
ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাবি শিক্ষার্থীরা
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
সোমবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
আরও পড়ুন: পুরানা পল্টন থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ
শিক্ষার্থীরা জানায়, তারা মিছিল নিয়ে ক্যাম্পাসে ঘুরে প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করে। এরপর রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা।
এদিকে, শিক্ষার্থীদের এ আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি-পুলিশ। নগরীর বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়।
আরও পড়ুন: নিরীহ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি ঢাবির আহ্বান
মিরপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ
৩ মাস আগে
বিষ খেয়ে রাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
যশোরের ঝিকরগাছায় প্রেমে ব্যর্থ হয়ে মঙ্গলবার বিষ খেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর আত্নহত্যার খবর পাওয়া গেছে।
মৃত ফরহাদ মোল্লা (২২) রাজশাহীর দুর্গাপুর থানার ধরমপুর গ্রামের মোস্তাকিম মোল্লার ছেলে এবং রাবির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: রাজধানীতে খারাপ ফলাফলে কিশোরীর আত্মহত্যা!
ফরহাদের চাচা নাঈমুল ইসলাম জানান, যশোরের ঝিকরগাছার বাকড়া গ্রামের এক মাদরাসা ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম ছিল ফরহাদের। মঙ্গলবার ফরহাদের সঙ্গে রাজশাহীতে যাওয়ার কথা ছিল প্রেমিকার, কিন্তু সকালে মোবাইল ফোনে প্রেম প্রত্যাখান করায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন ফরহাদ। পরে সকাল ১১টার দিকে ঝিকরগাছা ব্রিজের উপরে দাঁড়িয়ে বিষ পান করেন ফরহাদ।
তিনি আরও জানান, বিষপানের বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে ঝিকরগাছা উপজেলা কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। যশোরে ওয়াস করার এক পর্যায়ে ফরহাদের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামীর ‘আত্মহত্যা’
রাজশাহীতে বিষপানে স্বামী-স্ত্রীর 'আত্মহত্যা'
১ বছর আগে
রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে চারুকলা অনুষদ প্রাঙ্গণে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল জাহেদ।
বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৪৬
চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ২০ লাখ টাকার জাল নোট জব্দ, আটক ২
১ বছর আগে
ক্যাম্পাসে রাবি শিক্ষার্থীর মৃত্যু: ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত ও অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ক্যাম্পাসের ভেতরে শহীদ হাবিবুর রহমান হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিমেল গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বলে জনসংযোগ কর্মকর্তা প্রদীপ কুমার পান্ডে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাবিতে সশরীরে ক্লাস বন্ধ, খোলা থাকবে আবাসিক হল
শিক্ষার্থীরা জানায়, নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই হিমেল নিহত হয়। রোমেল নামে আরেক ছাত্র গুরুতর আহত হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই এলাকায় প্রাইভেটকার, ট্রাকসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন দেয়।
পরে বিচারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
আরও পড়ুন: রাবি শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ
২ বছর আগে