পিটার সিজ্জার্তো
বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায় হাঙ্গেরি
বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজ্জার্তো।
তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী আমরা আগামী বছরগুলোতে আমাদের পারস্পরিক সুবিধাপূর্ণ সহযোগিতাকে আরও জোরদার করতে সক্ষম হব।’
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে দেয়া এক চিঠিতে এসব কথা বলেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী।
দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘পরবর্তী পর্যায়ে’ নিয়ে যেতে আগ্রাহী কোরিয়া
পিটার বলেন, আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের দেশের মধ্যে ভৌগলিক দূরত্ব সত্ত্বেও গত দশকগুলোতে আমরা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি শক্তিশালী বন্ধুত্ব ও সহযোগিতা গড়ে তুলেছি।
তিনি বলেন, হাঙ্গেরি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া প্রথম দিকের দেশগুলোর একটি। এ জন্য তারা গর্বিত। এরপরই ১৯৭২ সালের ২৬ মার্চ কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে দেশটি।
হাঙ্গেরি ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠানোয় ড. মোমেনকে ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বের কাছে অনুপ্রেরণা: ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তারা
২ বছর আগে