সাটুরিয়া উপজেলা
মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৯ মৃত্যু
মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। একই সময়ে ৪২৫টি নমুনা পরীক্ষা করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৮ শতাংশ।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আর.এম.ও ) ডা. কাজী একেএম রাসেল জানান, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ ২৫০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৬ জন। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৭ জন এবং করোনা উপসর্গ ছিল ৯ জনের।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা জানান, কোভিড ডেডিকেটেড হাসপাতালে মারা যাওয়া ১৬ জনের বাইরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও তিন জন মারা গেছেন। একই সময়ে ৪২৫টি নমুনা পরীক্ষা করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: ১০ আগস্ট পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৫৩ জন, সাটুরিয়া উপজেলার ২ জন, দৌলতপুর উপজেলার ৪ জন, ঘিওর উপজেলার ১৫, শিবালয় উপজেলার ১০ জন, হরিরামপুর উপজেলার ৮ জন ও সিংগাইর উপজেলার ৩২ জন রোগী রয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৬ জন। এদের মধ্যে ৩ হাজার ৪০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি রোগীরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
সংশ্লিষ্ট বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ১০৭ জন মারা গেছেন।
আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় আরও ৩৪ প্রাণহানি
বরিশাল বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৩২
৩ বছর আগে
মানিকগঞ্জে দলবেঁধে ডাকাতি, গ্রেপ্তার ৬
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রীজ এলাকায় দলবেঁধে ডাকাতি করে একদল ডাকাত। পরে অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান শমসের আলী কারুনসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
রবিবার দুপুরে গ্রেপ্তার হওয়া ডাকাতদের বিষয়ে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
পুলিশ সুপার বলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চেচুরিয়া এলাকার মৃত মোহম্মদ আলীর ছেলে শমসের আলী কারুন মিয়া অস্ত্র ও ডাকাতিসহ মোট ১০টি মামলা চলমান রয়েছে তার বিরুদ্ধে। কারাগারে থাকার সময়ে বন্ধুত্ব হয় কারাগারে আগত বিভিন্ন ডাকাতদের সঙ্গে। এরপর জামিনে বের হয়ে দেখা-সাক্ষাত করে জামিনে থাকা অপর ডাকাতদের সাথে। তাদেরকে সঙ্গে নিয়ে ডাকাতি করে বেড়ায় দেশের বিভিন্ন এলাকায়। সম্প্রতি কারুনের নেতৃত্বে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রীজ এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতি কাজে বাধা দেয়ায় রাজ্জাক নামের স্থানীয় এক ভ্যানচালককে কুপিয়ে গুরুতরভাবে আহত করেছে তারা। সাভারের একটি বেসরকারি হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে রাজ্জাক। পরে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান কারুনসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: নরসিংদীতে গণপিটুনিতে সন্দেহভাজন ২ ডাকাত নিহত
ডাকাত সর্দার কারুনের দলে থাকা গ্রেপ্তার হওয়া অপর ডাকাতরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিলকপাড়া এলাকার শফি মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৬), গাইবান্ধা সদর উপজেলার কাশাদহ গ্রামের উজ্বল মিয়া (২৪), একই জেলার পলাশবাড়ি উপজলোর দুর্গাপুর গ্রামের জব্বার মিয়ার চেলে গোলজার ওরফে সাগর (৩৫), বগুড়া জেলার গাবতলী থানার সন্ধ্যাবাড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহিন (৩০) এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শাহ আলমের ছেলে টুটুল মিয়া (৩০)।
এর মধ্যে সুরুজের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ ৪টি মামলা চলমান, উজ্বলের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ ৪টি মামলা এবং শাহিনের বিরুদ্ধে ২টি মামলা চলমান রয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, গ্রেপ্তার হওয়া ডাকাত দলের কাছ থেকে ৪০টি মোবাইল ফোন, এক রাউন্ড গুলিসহ একটি পিস্তল, সোনা, রুপার জুয়েলারি, নগদ টাকা, ফ্রিজসহ বিভিন্ন রকমের দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ডাকাতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রিজ এলাকায় ২ জুন এবং ৮ জুন রাতে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করে এই ডাকাতদল। পরে অভিযান চালিয়ে প্রথমে কারুন এবং পরে পৃথক অভিযানে বাকি আসামিদেরকে গ্রেপ্তার করা হয়।
৩ বছর আগে
মানিকগঞ্জে শিশু সন্তানসহ মা খুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় শিশু সন্তানসহ মা খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে।
৪ বছর আগে