চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় ২ পথচারী নিহত
কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় ২ পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার হারবাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৩ পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহত ২ জনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনায় অভিযুক্ত বিসমিল্লাহ পরিবহনের বাসটি জব্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ।
আরও পড়ুন: বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩, আহত ৩
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে বাসটি দ্রুতগতিতে কক্সবাজারের দিকে যাচ্ছিল। ওই সময় পথচারীরা সড়ক পার হতে গেলে বাসটি তাদের চাপা দেয়।
এ ঘটনায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
মোহাম্মদ জাবেদ বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই দুই পথচারী প্রাণ হারান। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে যে বাসটি ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে লোকজনের উপর উঠিয়ে দিয়েছিল।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় নারী আইনজীবী নিহত
১ বছর আগে
কক্সবাজারে আরসার ৩ সন্দেহভাজন অস্ত্র সরবরাহকারী আটক
কক্সবাজারের চকরিয়া থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের অস্ত্র সরবরাহকারী তিন অভিযুক্তকে বৃহস্পতিবার আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন- মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০) ও মো. এনামুল হক (৩৮)। তারা মহেশখালী ও চকরিয়া উপজেলার বাসিন্দা।
র্যাব-১৫ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল আজ (বৃহস্পতিবার) সকালে বড় ভেউলা লাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।’
আরও পড়ুন: কক্সবাজারে ৫ আরসা সদস্য গ্রেপ্তার
এ সময় তাদের কাছ থেকে তিনটি এক নলা ও একটি দোনলা বন্দুক এবং অস্ত্র বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।
এদের মধ্যে মোক্তার আরসার প্রধান অস্ত্র সরবরাহকারী বলে জানান র্যাব কর্মকর্তা সাইফুল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে মহেশখালী ও চকরিয়া উপজেলা এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা পরিচালনা করে এবং রোহিঙ্গা ক্যাম্পে আরসার সদস্যসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল।
তাদের চকরিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা শিবির থেকে ৬ আরসা সদস্য আটক
১ বছর আগে
কক্সবাজারে ১৯১ টি চোরাই মোবাইল জব্দ, আটক ৩
কক্সবাজারের চকরিয়ায় ১৯১ টি চোরাই মোবাইল জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে আটকের দাবি করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- ফাঁসিয়াখালীর মৃত রাজা মিয়ার ছেলে সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম এবং বরইতলীর শাহজাহানের ছেলে আবু তাহের।
আরও পড়ুন: ১০ বছর আত্মগোপনের পর মিরপুরে ২২ মামলার আসামি গ্রেপ্তার
ওসি জানান, কক্সবাজারের চকরিয়া উপজেলার একটি শপিং কমপ্লেক্সের লাইভ টেলিকম-১, লাইভ টেলিকম-২, লাইভ টেলিকম-৩ নামের তিনটি মোবাইলের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ১৯১ টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার মূল্য ২৮ লাখ ৬৫ হাজার টাকা।
তিনি আরও জানান, এ সময় জড়িত তিনজনকে আটক করা হয়।
ওসি জানান, গ্রেপ্তার আসামিরা পুলিশের কাছে স্বীকার করেন যে দেশের বিভিন্ন স্থান হতে চোরাই মোবাইল কারবারিদের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কেনা-বেচা করে আসছিলো।
আরও পড়ুন: খুলনায় বিএনপির ৮৩৫ নেতাকর্মীর নামে ১৪ মামলা, ৮৯ জন কারাবন্দী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২
১ বছর আগে
চকরিয়ায় আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় জাহাঙ্গীর আলম বুলবুল নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পৌরসভার ভরামুহুরীস্থ বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর আলম বুলবুল চকরিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
স্বজনরা জানিয়েছেন, বুলবুল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চট্টগ্রামের বাসায় থাকেন। তবে,বর্তমানে পরিবারের অন্য সদস্যরা দেশের বাইরে আছেন।
আরও পড়ুন: রাজধানীর হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের লাশ উদ্ধার
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান,পরিচিতরা জানিয়েছেন জাহাঙ্গীর বুলবুলকে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না। এতে সন্দেহ হলে তার বাসায় গিয়ে দেখা যায় দরজা ভেতর থেকে বন্ধ। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে বাসার বাথরুমে তার লাশ পড়ে থাকা অবস্থায় পায়। এরপর লাশটি উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। লাশটি অনেক ফুলে গেছে। পরিবারের অভিযোগ না থাকায় কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে গলায় কলসি বাঁধা অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
করতোয়ায় নৌকাডুবি: দু’দিনে অর্ধশত লাশ উদ্ধার
২ বছর আগে
কক্সবাজারে রোহিঙ্গা তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার ২
এক রোহিঙ্গা তরুণীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় করা মামলায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা থেকে শুক্রবার দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-চকরিয়ার রিংভং এলাকার মো. মাহবুব (৩২) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রাজঘাট এলাকার শাহ এমরান (৩৫)।
র্যাব জানায়, ওই তরুণী কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তিনি ক্যাম্প থেকে পালিয়ে কাজের সন্ধানে চট্টগ্রাম শহরে যান।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
কাজ খুঁজে না পেয়ে তিনি ১১ ফেব্রুয়ারি একটি বাসে করে ক্যাম্পে ফিরছিলেন। ভাড়া দিতে না পারায় বাসের সুপারভাইজার তাকে চকরিয়া বাস টার্মিনালে নামিয়ে দেন।
সেখানে আরেকটি বাসের কর্মী তাকে ক্যাম্পে নিয়ে যেতে রাজি হয়। একটি খালি বাসে করে তাকে চকরিয়া পৌরসভার বাটাখালী ব্রিজ এলাকায় নিয়ে গিয়ে ওই বাসের চালক, সুপারভাইজার ও হেলপার তাকে ধর্ষণের চেষ্টা করে।
আরও পড়ুন: নানিকে ঘুমের ওষধ খাইয়ে নাতনিকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং বাসের হেলপারকে আটক করে। তবে বাসটির চালক ও সুপারভাইজার পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ওই তরুণী চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এর ভিত্তিতে আজকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করেছেন এবং পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
২ বছর আগে
চকরিয়ায় বাস-মিনিট্রাক সংঘর্ষে নিহত ৩
চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্চপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাসচালক মাদারীপুর জেলার কালকিনীর বজলুল হক (৪০), চালকের সহকারী ঢাকার ধামরাইয়ের আলাল ও পিকআপের চালক কক্সবাজার মহেষখালীর মৌলভী খালেদ (৩৫)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি জানান, চট্টগ্রামমুখী একটি পিকনিকের বাস ও একটি লবণবোঝাই পিকআপের সঙ্গে কক্সবাজারমুখী মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন প্রাণ হারান। নিহতদের মধ্যে দুজন দুর্ঘটনাকবলিত বাস ও মিনিট্রাকের চালক এবং অপরজন বাসের যাত্রী।
আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও সহকারী নিহত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
২ বছর আগে