ডিজিটাল আইডি
'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণ: ২০৪১ সালের মধ্যে সবার ডিজিটাল দক্ষতা ও পরিচয়পত্র
নাগরিকদের ডিজিটাল দক্ষতা ও ডিজিটাল পরিচয়পত্রের (আইডি) বিষয়টিতে গুরুত্ব দিয়ে ২০৪১ সালের মধ্যে দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরের একটি উচ্চাভিলাষী রূপকল্প প্রকাশ করেছে সরকার।
এই রূপকল্পের ভিত্তিতে চারটি স্তম্ভ রয়েছে সেগুলো হলো- স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ। এই চার ক্ষেত্রে মনোনিবেশ করে কমপক্ষে ৯০ শতাংশ নাগরিককে ডিজিটালি শিক্ষিত এবং ৯৫ শতাংশের ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার।
সংসদে জমা দেওয়া সাম্প্রতিক নথি থেকে জানা যায়, নাগরিকদের দক্ষতা বিকাশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার নিজেদের কৌশল সাজিয়েছে।
নথিতে বলা হয়েছে, ‘ডিজিটাল কারিকুলামের মাধ্যমে সমাজের সর্বস্তরে ডিজিটাল দক্ষতা উন্নয়ন করে ২০৪১ সালের মধ্যে ন্যূনতম ৯০ শতাংশ নাগরিকের ডিজিটাল সাক্ষরতা নিশ্চিত করা হবে।’
এই পরিবর্তনকে স্বাগত জানাতে সরকার উচ্চ-গতির নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সরবরাহ করার পরিকল্পনা করেছে এবং প্রত্যেক নাগরিকের কমপক্ষে একটি ডিজিটাল ডিভাইস অ্যাকসেস নিশ্চিত করেছে। ২০৪১ সালের মধ্যে ৯৫ শতাংশ নাগরিক তাদের ডিজিটাল আইডির মাধ্যমে সেবা গ্রহণ করতে পারবে।
ই-পার্টিসিপেশনের মাধ্যমে সরকারি-বেসরকারি সেবা তৈরিতে সচেতন নাগরিকদের ভূমিকার ওপর আলোকপাত করা হয়েছে এ নথিতে। এতে আরও বলা হয়, নাগরিক ও সরকার মিলে প্রয়োজনীয় নীতিমালা তৈরি করবে। এই উদ্যোগের মধ্যে দেশজুড়ে ডিজিটাল ও পক্ষপাতহীন মানসিকতা গড়ে তোলার প্রচারণাও অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যের স্মার্ট কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন সুবিধা নিশ্চিত করা। এছাড়া স্মার্ট ডিভাইসের ব্যবহার ২০৩১ সালের মধ্যে ৮০ শতাংশ এবং ২০৪১ সালের মধ্যে শতভাগে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
এই পরিকল্পনার একটি মূল অংশ হলো নাগরিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে স্মার্ট আইডিগুলোর সর্বজনীন ব্যবহার এবং তা বাড়িয়ে ২০৪১ সালের মধ্যে শতভাগে নিয়ে যাওয়া।
এছাড়াও একটি সমন্বিত ব্লেন্ডেড এডুকেশন ও স্কিল মাস্টার প্ল্যান বাস্তবায়নে জাতীয় টাস্কফোর্স অন ব্লেন্ডেড এডুকেশনের অধীনে ১২টি উপকমিটির কার্যক্রম ত্বরান্বিত করার কথাও নথিতে উল্লেখ করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে 'স্মার্ট বাংলাদেশ' গড়ার যে বিস্তৃত পরিকল্পনার রূপরেখা দেওয়া হয়েছিল, যেখানে তরুণদের ওপর গুরুত্বারোপ করে জাতির অগ্রগতির জন্য বর্তমান ও ভবিষ্যৎ উভয় পরিকল্পনার বর্ণনা দেওয়া হয়েছে। তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে প্রযুক্তিগতভাবে উন্নত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
৬ মাস আগে
কৃষকদের ডিজিটাল আইডি ও স্মার্ট কার্ড দিবে সরকার
প্রকৃত কৃষকদের কাছে প্রণোদনা ও অন্যান্য সেবা দ্রুত পৌঁছে দিতে তাদের জন্য ডিজিটাল আইডি ও স্মার্ট কার্ড প্রণয়নের পরিকল্পনা করছে সরকার।
প্রকল্পটি অনুমোদনের জন্য মঙ্গলবার একনেক সভায় তোলা হবে।
এ জন্য পাঁচ কোটি কৃষকদের মধ্য থেকে এক কোটি ৬২ লাখ কৃষককে ডিজিটাল প্রোফাইল দেয়া হবে। এক কোটি ৯২ লাখ কৃষককে স্মার্ট কৃষি কার্ড দেয়া হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মী ও কৃষি বিশেষজ্ঞরা এ এক কোটি ৬২ লাখ কৃষকের সঙ্গে ডিজিটালভাবে যোগাযোগ করবেন এবং এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী তথ্য বিনিময় ও সেবা কার্যক্রম পরিচালনা করবেন।
স্মার্ট কৃষি কার্ড ও ডিজিটাল কৃষি প্রকল্পের আওতায় এসব উদ্যোগ নেয়া হবে। প্রকল্পটির প্রস্তাবিত মোট ব্যয় ১০৭ দশমিক ৯২ কোটি টাকা। ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন: গোদাগাড়ীতে টমেটো চাষে কৃষকের রঙিন হাসি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অর্থনীতি ও পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি শাখার দায়িত্বে থাকা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে বলেন, ব্যাংকের মাধ্যমে কৃষকদের প্রণোদনা দিলে বিভিন্ন সমস্যা দেখা দেয়।
এছাড়া অনেক কৃষক ১০ টাকার কৃষি কার্ড হারিয়ে ফেলেছেন।
ওই কর্মকর্তা বলেন, এ জন্য প্রাথমিকভাবে লাখো কৃষককে কৃষি কার্ড দেয়া হবে। এরপর সারাদেশের কৃষকদের ধাপে ধাপে এ প্রকল্পের আওতায় আনা হবে। এর মাধ্যমে ডিজিটালভাবে শস্য জমি পর্যবেক্ষণ করা হবে।
আরও পড়ুন: লাল বাঁধাকপি চাষ: বদলে দিয়েছে কৃষক বেলালের ভাগ্য
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ ভূ-প্রকৃতির ভিত্তিতে ১৪টি কৃষি অঞ্চলের ৯টি জেলায় স্মার্ট কৃষি কার্ড দেয়া হবে।
জেলাগুলো হলো- গোপালগঞ্জ, সুনামগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, যশোর, দিনাজপুর, রাজশাহী, বান্দরবান ও ময়মনসিংহ।
২ বছর আগে