বাংলাদেশ ব্যাংক (বিবি)
মানি চেঞ্জাররা নগদ ২৫ হাজার ডলারের বেশি রাখতে পারবে না: বিবি
বাংলাদেশ ব্যাংক (বিবি) এক নির্দেশনায় বলেছে, বৈদেশিক মুদ্রায় লেনদেনকারী মানি চেঞ্জার প্রতিষ্ঠানরা ব্যবসায়িক দিনের শেষে নগদ সর্বোচ্চ ২৫ হাজার মার্কিন ডলার রাখতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে তাৎক্ষণিক কার্যকরের জন্য ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
ফরেন এক্সচেঞ্জ লেনদেন নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি ব্যবসায়িক দিনের শেষে একটি মানি এক্সচেঞ্জার নগদ ২৫ হাজার মার্কিন ডলার বা তার সমতুল্যের বেশি রাখতে পারবে না।
আরও পড়ুন: কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ঋণের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক
যদি তাদের নগদ ডলারের পরিমাণ এই সীমার বেশি হয় তবে দিন শেষে ওই প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট ব্যাংকের বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে জমা দিতে হবে। উক্ত অ্যাকাউন্টের ব্যালেন্স কখনওই ৫০ হাজার ডলার বা তার সমতুল্যের বেশি হবে না।
দেশে ডলারের কারসাজির অভিযোগে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর লাইসেন্সবিহীন সাতটি অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে ডলার লেনদেনে নানা অনিয়মের অভিযোগে ৪২টি কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।
এই নির্দেশিকাটির লক্ষ্য হচ্ছে দেশে একটি স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার প্রতিষ্ঠা করা।
আরও পড়ুন: আইএমএফের হিসাবে আরও কমে যাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ!
ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনায় বসেছে আইএমএফ দল
২ বছর আগে
দেশে ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ ২.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে জুলাইয়ে
বাংলাদেশ ব্যাংকের (বিবি) প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা ২.০৯ বিলিয়ন ডলার মূল্যের অভ্যন্তরীণ রেমিট্যান্স পাঠিয়েছে।
সোমবার প্রকাশিত বিবির প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ মাসের মধ্যে জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ সবচেয়ে বেশি।
ব্যাংকার ও সংশ্লিষ্টরা জানান, জুলাই মাসে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদে সাধারণত প্রবাসীরা তাদের আত্মীয়দের কাছে অতিরিক্ত টাকা পাঠান।
বিবির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম ইউএনবিকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আরও রেমিট্যান্স আকৃষ্ট করতে বিভিন্ন প্রক্রিয়া সহজ করেছে।
সরকার রেমিট্যান্স প্রণোদনার পাশাপাশি নীতিগত সহায়তা প্রদান করছে। এখন ডলারের দাম বেশি বলেও জানান তিনি।
‘এছাড়া, গত মাসে ঈদুল আজহা ছিল, পরিবারের ঈদ উৎসব সুন্দরভাবে উদযাপন করতে প্রবাসীরা অর্থ পাঠিয়েছেন। এসব কারণে রেমিট্যান্স বেড়েছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে,’ বলেন সিরাজুল।
গত অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১ দশমিক ৮৩ বিলিয়ন ডলার সমমূল্যের রেমিট্যান্স পাঠিয়েছেন।
করোনা মহামারির ক্রমবর্ধমান পরিস্থিতির কারণে বিমান চলাচলের পাশাপাশি বৈশ্বিক চলাচলের বিধিনিষেধের মধ্যেও ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সর্বোচ্চ ২৪.৭৭ বিলিয়ন ডলার মূল্যের অভ্যন্তরীণ রেমিট্যান্স পেয়েছে।
এরপর এরপর ২০২২ অর্থবছরে রেমিট্যান্স আয় ২১.০৩ বিলিয়ন ডলারে নেমে আসে।
এই খাতের অভ্যন্তরীণ ব্যক্তি ও বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোয় উদ্দীপনাসহ বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও প্রায় ২ বিলিয়ন ডলার মূল্যের রেমিটেন্স অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।
সূত্র জানায়, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে বসবাসকারী অনেক বাংলাদেশি প্রবাসী বৈধ কাগজপত্রের অভাবের কারণে ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠাতে পারেন না।
ফলে তাদের আয় বাংলাদেশে স্বজনদের কাছে পাঠানোর জন্য অবৈধ হুন্ডি ও অন্যান্য অনানুষ্ঠানিক চ্যানেলের ওপর নির্ভর করতে হয়।
আরও পড়ুন: জুলাইয়ের ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১.৬৪ বিলিয়ন ডলার
রেমিট্যান্স প্রবাহকে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বিধান
২ বছর আগে
ব্যাংকারদের বেতন কাঠামো নির্ধারণে বিবি’র সার্কুলার কেন অবৈধ নয়: হাইকোর্ট
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ন্যূনতম বেতন ভাতা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের (বিবি) জারি করা সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একজন বিনিয়োগকারী ও আইনজীবী ফরহাদ বিন হোসেনের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। এক সপ্তাহের মধ্যে অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া এ রুলের বিষয়ে শুনানির জন্য চারজন অ্যামিকাস কিউরি (আদালতকে আইনি সহয়তাকারী) নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। চার অ্যামিকাস কিউরি হলেন-অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, রোকন উদ্দিন মাহমুদ ও প্রবীর নিয়োগী। আদালতের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাসুম ও সাইফুর রহমান রাহী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আরও পড়ুন: ব্যাংক কর্মকর্তা, কর্মচারীদের টিকা সনদ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
গত ২০ জানুয়ারি একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেখানে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ন্যূনতম বেতন ভাতা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন নির্ধারিত বেতন চলতি বছরের ১ মার্চ থেকে কার্যকর করতে বলা হয়। পরে ১ ফেব্রুয়ারি সংশোধন করে আরও একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
পরে আইনজীবী সাইফুর রহমান রাহী জানান, গত ২০ জানুয়ারি এবং পরবর্তীতে সংশোধন করে ১ ফেব্রুয়ারি জারি করা বাংলাদেশ ব্যাংকের দেয়া সার্কুলার চ্যালেঞ্জ করে গত ৩ ফেব্রুয়ারি রিট দায়ের করা হয়। সোমবার শুনানি নিয়ে ওই সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে মতামত নেয়ার জন্য চারজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন। তিনি আরও জানান, রেগুলেটরি অথরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংক প্রাইভেট ব্যাংকের ম্যানেজমেন্ট পলিসিতে হস্তক্ষেপ করতে পারবে। কিন্তু বেতন তো তারা নির্ধারণ করে দিতে পারে না। একেকটা প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন বেতন কাঠামো।
আরও পড়ুন: ব্যাংক অর্ধেক জনবল নিয়ে কাজ করবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত
২ বছর আগে