বাপ্পা মজুমদার
ঢাকার দর্শকদের মুগ্ধ করেছে শিরোনামহীন!
ঢাকায় শিরোনামহীনের জাঁকজমকপূর্ণ পরিবেশনায় সঙ্গীত অনুরাগীরা আরও একবার মুগ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাতে জনপ্রিয় বাংলাদেশি এই ব্যান্ড মুম্বাইভিত্তিক সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে একের পর এক জনপ্রিয় গান গেয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
একতার ২৫ বছর উদযাপন উপলক্ষে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) শিরোনামহীন তাদের বছরব্যাপী রজত জয়ন্তী উদযাপনের চূড়ান্ত কনসার্ট পরিবেশন করে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত একটি বিপণন যোগাযোগ সংস্থা ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েনশিয়ালের সহযোগিতায় বিশেষ এ কনসার্টটি আয়োজিত হয়।
কনসার্টটিতে দলছুট থেকে বাপ্পা মজুমদার, আর্টসেল থেকে জর্জ লিংকন ডি’কস্তা, এভোয়েডরাফা থেকে রায়েফ আল হাসান রাফা, জলের গানের রাহুল আনন্দ, সৈয়দ জিয়াউর রহমান তূর্য এবং মাইলসের ইকবাল আসিফ জুয়েলসহ বাংলাদেশের বেশ কয়েকজন আইকনিক রকস্টার শিরোনামহীনের সঙ্গে যোগ দিয়েছিল।
আরও পড়ুন: বছরব্যাপী রজত জয়ন্তী উদযাপন করবে শিরোনামহীন
শিরোনামহীমের সঙ্গে অন্যান্য ব্যান্ডের বেশ কয়েকটি জনপ্রিয় গান যারা গেয়েছিলেন- ওয়ারফেজ থেকে পলাশ নূর, বে অব বেঙ্গল থেকে বখতিয়ার হোসেন, সোনার বাংলা সার্কাস থেকে প্রবর রিপন, ঘাসফড়িং কয়ার দল।
১৯৯৬ সালে প্রথম অ্যালবাম ‘জাহাজি' দিয়ে যাত্রা শুরু করা শিরোনামহীনের রয়েছে ‘ভালোবাসা মেঘ’, ‘ক্যাফেটেরিয়া’, ‘পাখি’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘ইচ্ছে ঘুরি’, ‘বুলেট কিংবা কবিতা’, ‘নিশ্চুপ আঁধার’, ‘এই অবেলায়’, ‘বাংলাদেশ’এর মতো আইকনিক গান। এসব গানের মাধ্যমে ব্যান্ডটি জনপ্রিয় হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তারা তাদের শ্রদ্ধা জানায় ‘পুরানো সেই দিনের কথা’ গানটির মাধ্যমে।
বন্ধুদের নিয়ে এই আয়োজনে আসা ব্যাংকার সাইফুল ইসলাম ইউএনবিকে জানান, ‘শিরোনামহীন এমন একটি নাম যা আমার ও আমার বন্ধুদের জন্য নস্টালজিয়া তৈরি করে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে এই গানগুলো গাইতাম এবং আজ আমরা সত্যিই খুশি যে ব্যান্ডটি সফলভাবে এতদূর পৌঁছেছে।’
শিরোনামহীনের প্রতিষ্ঠাতা ও বেস গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া এতবছর ধরে ব্যান্ডটিকে প্রচুর ভালবাসা ও সমর্থন দেয়ার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
কনসার্টে শ্রোতাদের উদ্দেশে জিয়া বলেন, ‘আপনারা শিরোনামহীনকে বাংলাদেশের কিংবদন্তী এক ব্যান্ডে পরিণত করেছেন এবং আমরা আজকে অনেক ভাগ্যবান ও গর্বিত যে আমাদের সঙ্গে আপনারা সবাই আছেন। আমরা নিশ্চিত করছি যে এই ধারা অব্যাহত থাকবে এবং বহু বছর পরে আমরা যখন থাকব না তখনও ব্যান্ডটি থাকবে।’
মহামারির কারণে গত বছর শিরোনামহীন তাদের রজত জয়ন্তী উদযাপন করতে পারেনি। এ বছর ব্যান্ডটি তাদের ২৫তম বার্ষিকী উপলক্ষে দেশ ও দেশের বাইরে কনসার্ট পরিবেশন করছে। বছরজুড়ে উদযাপনের অংশ হিসেবে ব্যান্ডটি নতুন গান ও ভিডিও প্রকাশ করেছে।
উপস্থিত সকল গায়ক ও পরিবেশকদের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ উপস্থাপনের মাধ্যমে কনসার্ট শেষ হয়।
আরও পড়ুন: ঢাবিতে ‘সহিংসতা বিরোধী কনসার্ট’ এ শিরোনামহীন
চট্টগ্রামে কনসার্টে পদদলিত হয়ে আহত ৩
২ বছর আগে
গীতিকার-জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আইসিইউতে
রাজধানীর গ্রিন রোডের ধানমন্ডি ক্লিনিকে চিকিৎসাধীন জনপ্রিয় গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার বিকালে জনপ্রিয় গায়ক-সুরকার বাপ্পা মজুমদারের শেয়ার করা এক ফেসবুক পোস্টে জানা যায়, ৭৫ বছর বয়সী কাওসার আহমেদের একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। তার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বি পজিটিভ রক্তের প্রয়োজন।
কাওসার আহমেদ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এছাড়া এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছেন।
আরও পড়ুন: করোনামুক্ত হয়ে আইসিইউ থেকে কেবিনে সোহেল রানা
দীর্ঘদিন ধরে দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘আপনার রাশি’ নামে রাশিফল গণনার মধ্য দিয়ে কাওসার আহমেদ চৌধুরী পাঠকদের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন।
এছাড়া তিনি এলআরবি, মাইলস, সামিনা চৌধুরী, লাকী আখন্দ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো অনেক বিখ্যাত গায়ক ও ব্যান্ডের জন্য বেশ কয়েকটি বিখ্যাত গানের কথা লিখেছেন।
‘কবিতা পড়ার প্রহর’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘রূপালী গিটার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ প্রভৃতি তার জনপ্রিয় কিছু গান।
আরও পড়ুন: অসুস্থ হয়ে আইসিইউতে কাজী হায়াৎ
আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে খালেদা জিয়াকে
২ বছর আগে
‘কোক স্টুডিও’র বাংলা’র যাত্রা শুরু
বিশ্বব্যাপী সমাদৃত সঙ্গীতায়োজন ‘কোক স্টুডিও’র বাংলা সংস্করণ ‘কোক স্টুডিও বাংলা’র যাত্রা শুরু হলো।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের উপস্থিতিতে এই প্ল্যাটফর্মের শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কোক স্টুডিও বাংলা প্রথম সিজনের থিম সং ‘একলা চলো রে’ প্রকাশ করা হয়। এই পরিবেশনায় অংশ নিয়েছেন অর্ণব, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ, কণা, পান্থ কানাই, ঋতুরাজ, নন্দিতা, রুবায়াত, মাশা, মিজান, বগা তালেব, অনিমেষ রায় ও শেখ ইশতিয়াক।
আরও পড়ুন: লতা মঙ্গেশকর: ভারতের নাইটিঙ্গেলের মৃত্যুতে ঢালিউডেও শোকের ছায়া
কোকা-কোলা বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে এবং স্পটিফাই-এর মাধ্যমে সঙ্গীতপ্রেমিরা এই ফিউশনধর্মী প্ল্যাটফর্মের গানগুলো উপভোগ করতে পারবেন।
জনপ্রিয় কিছু গান নিয়ে শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলা সিজন ১। এই সিজনের শিল্পীদের তালিকায় আছেন মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, দিলশাদ নাহার কণা, সামিনা চৌধুরী, মিজান সহ এক ঝাঁক তারকা। আরও আছেন সঙ্গীত জগতের প্রতিশ্রুতিশীল কিছু মুখ। দর্শকদের চমৎকার সব গান উপহার দেয়ার জন্য সঙ্গীত প্রযোজক হিসেবে স্টুডিওতে যুক্ত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি কোক স্টুডিও বাংলা-র প্রথম সিজনের প্রথম পর্ব প্রচারিত হবে। প্রথম সিজনে মোট ১০টি গান থাকবে। এর পাশাপাশি বিভিন্ন উৎসব উদযাপন উপলক্ষে প্রকাশ করা হবে আরও কয়েকটি গান।
আরও পড়ুন: ইলিশ খেতে মধ্যরাতে মাওয়ায় গেলেন পরীমণি
কোক স্টুডিও বাংলা-র সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘কোক স্টুডিও সাংস্কৃতিক ফিউশনের প্রতীক। এই প্ল্যাটফর্মে সঙ্গীত প্রযোজক হিসেবে যোগ দিতে পারাটা আমার জন্য খুব গর্বের বিষয়। দর্শকরা ‘কোক স্টুডিও বাংলা’-র অনন্য সৃষ্টিগুলো উপভোগ করবেন বলে আমি বিশ্বাস করি।’
কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, ‘বাংলাদেশের মানুষদের জন্য জাদুকরি ও চমৎকার মুহূর্ত সৃষ্টি করে আমরা সবার জীবনকে উপভোগ্য করে তুলতে চাই। বাংলাদেশে আমাদের কার্যক্রমের ৬০তম বছর উদযাপন করছি আমরা। এ উপলক্ষে অসাধারণ সংস্কৃতিতে সমৃদ্ধ এই জাতির জন্য প্রথমবারের মতো ‘কোক স্টুডিও বাংলা’ উপহার দিতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, আমাদের পণ্যের মতো এই প্ল্যাটফর্মের সৃষ্টিগুলোও দর্শকদের তৃষ্ণা মেটাতে সক্ষম হবে।’
২ বছর আগে