পশু চিকিৎসক
চৌগাছায় বজ্রপাতে প্রাণ গেল পশু চিকিৎসকের
যশোরের চৌগাছায় বজ্রপাতে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধরপুর-দিঘড়ীর মাঠের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুর রহমান (৫০) ওই ইউনিয়নের গয়ড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং পেশায় একজন পশু চিকিৎসক।
স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মন্টু মিয়া বলেন, প্রতিদিনের মতো আমিনুর রহমান পশু দেখতে গদাধরপুর গ্রামে যায়। এরপর গদাধরপুর থেকে দিঘড়ী পশু দেখতে যাওয়ার সময় হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
কুড়িগ্রামে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
রাজশাহীতে বাসার ছাদে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
১ বছর আগে
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত
চুয়াডাঙ্গায় বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ওয়াজেদ আলী নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াজেদ আলী সদর উপজেলার নূরনগর গ্রামের মৃত কালু মণ্ডলের ছেলে।
জানা গেছে, দুর্ঘটনার পর উদ্ধার করে দুপুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে, এ ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে যায়।
আরও পড়ুন: গোপালগঞ্জে পুকুর থেকে ব্যবসায়ীর হাত বাঁধা লাশ উদ্ধার
কুড়িগ্রামে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কর্ণফুলি নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
২ বছর আগে