বাউলশিল্পী
রিতা দেওয়ানের মামলা হাইকোর্টে স্থগিত
বাউলশিল্পী রীতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলার বিচার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
মামলাটি বাতিল চেয়ে রিতা দেওয়ানের আবেদনের শুনানির পর মঙ্গলবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে অশ্লীল স্লোগান: ২১ আইনজীবীকে হাইকোর্টে তলব
রুলে রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১) ৩৫ ধারায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল নোমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল আহসান খান আসলাম।
আইনজীবী আব্দুল্লাহ আল নোমান জানান, রুল নিষ্পত্তি পর্যন্ত রিতা দেওয়ানের ক্ষেত্রে মামলাটি বিচারকাজ স্থগিত করেছেন হাইকোর্ট।
একটি পালা গানে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে ২০২০ সালের ৩১ জানুয়ারি রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে অভিযোগ করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান। পরে ওই বছর ২০ অক্টোবর পিবিআই -এর পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান অভিযোগ তদন্ত করে রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেন।
২ ডিসেম্বর সে প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আত্মসমর্পণ করে জামিন নেন তারা।
এর মধ্যে ২০২১ সালের ২৫ অক্টোবর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
আগামী ২৭ জানুয়ারি তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ রয়েছে। রিতার সঙ্গে অভিযুক্ত অন্য দুই আসামি হলেন-শাজাহান ও ইকবাল হোসেন।
গত বছর মে মাসে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন রিতা দেওয়ান। সে আবেদনের শুনানি নিয়ে আদেশ দেন হাইকার্ট।
আরও পড়ুন: তাকসিমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দুদককে পদক্ষেপ জানাতে বলেছেন হাইকোর্ট
হাইকোর্টের বিচারক নিয়োগে নতুন আইন আসছে: আইনমন্ত্রী
১ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বাউলশিল্পী ও গীতিকার নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিন জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সদর উপজেলার উড়শিউড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন (৩৫) ঢাকা জেলার কচুখেত এলাকার বাসিন্দা।
আহতরা হলেন, আখাউড়া তারাগঞ্জের সিএনজি চালক সিদ্দিক মিয়া (৪৫), ঢাকা কচুখেতের সংগীতশিল্পী মুহাম্মদ আলামিন (৩৭) এবং নবীনগর রাধানগরের ইয়াসিন মিয়া (২৮)।
আহত সংগীতশিল্পী আলামিন মিয়া জানান, প্রতি বছরের মত আখাউড়ার মুগড়া ইউনিয়নের আউড়ারচড় গ্রামের শহীদ ফকিরের বাড়ির ওরশ ছিল। তারা চারজন শিল্পী শহীদ ফকিরের ওরশে যাওয়ার সময় পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পড়ুন: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধারের পর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গুরুতর আহত সিএনজি চালক সিদ্দিককে ঢাকায় পাঠানো হয়েছে বলে ওসি জানান।
পড়ুন: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত
২ বছর আগে