কম্বল ও মাস্ক বিতরণ
মৌলভীবাজারে জেলা পরিষদের উদ্যোগে কম্বল ও মাস্ক বিতরণ
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র মানুষদের দেয়া জন্য ইউপি চেয়ারম্যানদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলার ১২ ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে ওই সব কম্বল ও মাস্ক তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের মাঝে চিত্রনায়িকা শাহানূরের কম্বল বিতরণ
জেলার ৬৭টি ইউনিয়নে জন্য সাত হাজার কম্বল ও দেড় লাখ মাস্ক বিতরণ করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, বীর মুক্তিযোদ্ধ আব্দুল মুহিত টুটু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
২ বছর আগে