ড. আলমগীর করীব
শাবিপ্রবির নতুন প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ব্যক্তিগত ও পারিবারিক কারণে বর্তমান প্রক্টর গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর করীবকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
পড়ুন: শিক্ষামন্ত্রী শাবিপ্রবি যাচ্ছেন শুক্রবার
এর আগে গত রবিাবার বর্তমান ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ অসুস্থ থাকায় তার পদে সমাজ কর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে এ পদে স্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।
এদিকে, শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ভিসির পাশপাশি ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং প্রক্টরের পদত্যাগের দাবিও তোলেন তারা। এই দুজনকে সরিয়ে দেয়া হলেও শিক্ষার্থীদের প্রধান দাবি এখনও পূরণ হয়নি।
পড়ুন: শাবির প্রক্টর আলমগীর কবিরকে অব্যাহতি
২ বছর আগে