দোকান ভস্মীভূত
যশোরে অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত
যশোর সদরের বালিয়া ভোকুটিয়া কলোনীপাড়া বাজারে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
আরও পড়ুন: রাঙ্গামাটি শহরে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ১৩ দোকান ভস্মীভূত
ফায়ার সার্ভিস কর্মকর্তা খন্দকার আশরাফুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
আরও পড়ুন: ফরিদপুর মার্কেটে আগুন লেগে পুড়ল ১২ দোকান
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
আরও পড়ুন: গাজীপুরে আগুনে পুড়ল ৩০ ঘর
তবে অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
২ বছর আগে
বাগেরহাটে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত
বাগেরহাটের মোল্লাহাটে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে মোল্লাহাট উপজেলার দারিয়ালা বাজারে নাসির সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়ারা জানায়, রাত ২টার দিকে তারা হঠাৎ করে মার্কেটে আগুন জ্বলতে দেখে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভানোর কাজে অংশ নেয়।
আরও পড়ুন: আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, নিহত ৩
বাগেরহাট ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে তারা আগুন নিভানোর কাজে অংশ নেয়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। প্রাথমিক হিসেবে আগুনে ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
২ বছর আগে
পিরোজপুর শহরে অগ্নিকাণ্ড, ৫ দোকান ভস্মীভূত
পিরোজপুর শহরের বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। রবিবার রাত ৮টার দিকে শহরের শহীদ ওমর ফারুক সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ বি এম শামসুদ্দোহা জানান, খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানীর পাঁচটি ইউনিট কাজ করেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মিল্কভিটা কারখানায় অগ্নিকাণ্ড
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাজারের ডায়মন্ড সুইটমিটের দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আলী রেজা জানান, পুলিশ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত করে পরে জানানো হবে।
আরও পড়ুন: রূপগঞ্জে কারখানায় আগুন: শনাক্ত ২৪ জনের লাশ বুঝে পেল পরিবার
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্তদের নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেন।
২ বছর আগে