পিরোজপুর শহরের বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। রবিবার রাত ৮টার দিকে শহরের শহীদ ওমর ফারুক সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ বি এম শামসুদ্দোহা জানান, খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানীর পাঁচটি ইউনিট কাজ করেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মিল্কভিটা কারখানায় অগ্নিকাণ্ড
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাজারের ডায়মন্ড সুইটমিটের দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আলী রেজা জানান, পুলিশ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত করে পরে জানানো হবে।
আরও পড়ুন: রূপগঞ্জে কারখানায় আগুন: শনাক্ত ২৪ জনের লাশ বুঝে পেল পরিবার
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্তদের নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেন।