প্রবাসী আটক
চট্টগ্রামে ৪৫১ গ্রাম স্বর্ণ জব্দ, প্রবাসী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫১ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। এ সময় এক প্রবাসীকে আটক করার দাবি করেছে পুলিশ।
রবিবার (১৭ মার্চ) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আটক যাত্রী মোহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: সিলেটে ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
ক্যাপ্টেন জানান, সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন ওই প্রবাসী। এ সময় এনএসআই টিম তার সঙ্গে থাকা স্কচটেপ দিয়ে মোড়ানো ব্যাগটি তল্লাশি করে ব্যাগের ভেতরে গুঁড়ো করা স্বর্ণ উদ্ধার করে।
বিমানবন্দর সূত্র জানায়, তার কাছে ২৩৫ গ্রাম নিখাদ স্বর্ণের গুঁড়ো (২৪ ক্যারেট) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং ১টি স্বর্ণবার (২৪ ক্যারেট, ১১৬ দশমিক ৫ গ্রাম) পাওয়া যায়। যার ওজন ৪৫১ গ্রাম। বাজার মূল্য ৩৯ লাখ ৮৫ হাজার ৪২০ টাকা। স্বর্ণগুলো বিমানবন্দর কাস্টমসকে জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় বিমানবন্দর কাস্টমস কর্তৃক ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবন্দরে প্রবাসী আটক, সোয়া কেজি স্বর্ণ জব্দ
৯ মাস আগে
সিলেট ওসমানী বিমানবন্দরে রিয়ালসহ প্রবাসীর ব্যাগ চুরি, আরেক প্রবাসী আটক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং মেশিন থেকে ১০ হাজার ৫৩০ রিয়ালসহ সংযুক্ত আরব আমিরাত ফেরত এক যাত্রীর ব্যাগ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরেক প্রবাসীকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (১৫ মার্চ) বিকালে মৌলভীবাজারের রাজনগর থেকে তাকে আটক করা হয়।
আটক দুবাইপ্রবাসী খালেদ মিয়া রাজনগরের ইউসুফ মিয়ার ছেলে।
বিষয়টি শুক্রবার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে জানান এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম।
আরও পড়ুন: সিলেটে ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
তিনি আরও জানান, গত ১৩ মার্চ বুধবার সকালে আরব আমিরাতের শারজাহ শহর থেকে ওসমানী বিমানবন্দরে পৌঁছান সিলেটের কানাইঘাটের পাগু গ্রামের মো. জাকারিয়া। বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে তার একটি ব্যাগ রাখার পর সেটি আর খুঁজে না পেয়ে পরদিন বৃহস্পতিবার তিনি এসএমপির বিমানবন্দর থানায় জিডি এবং পরে এপিবিএন বরাবরে ব্যাগ উদ্ধারের জন্য আরেকটি আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে এপিবিএন সিসিটিভি ফুটেজ চেক করে খালেদ মিয়াকে আটক করে।
খালেদও একই ফ্লাইটে দুবাই থেকে সিলেট আসেন বলেও জানান এপিবিএন।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবন্দরে প্রবাসী আটক, সোয়া কেজি স্বর্ণ জব্দ
৯ মাস আগে
চট্টগ্রামে বিমানবন্দরে প্রবাসী আটক, সোয়া কেজি স্বর্ণ জব্দ
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রফিকুল ইসলাম বকুল নামে এক প্রবাসীকে আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা। আটকের সময় তার কাছ থেকে ৩২টি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়েছে। যার ওজন প্রায় ১ কেজি ২২০ গ্রাম।
শুক্রবার সকালে বিজি-১৩৬ লাইটিং ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রাম আসেন। এরপর কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তার কাছ থেকে এসব স্বর্ণালংকার জব্দ করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৩.৫১ কোটি টাকার স্বর্ণ জব্দ
কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মুহাম্মদ মাহফুজ আলম জানান, বিমানবন্দরে আটক যাত্রীর গতিবিধির সন্দেহজনক হওয়ায় ব্যাগেজ স্ক্যানিং ও দেহ তল্লাশি করা হয়। স্ক্যানিংকালে ব্যাগেজের ভেতর স্বর্ণের মতো প্রতিচ্ছবি দেখা যায়। তল্লাশি করে জুতার ভেতর বিশেষভাবে লুকায়িত, পোশাক ও ব্যাগেজে ৩২টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। ২২ ক্যারেটের এসব স্বর্ণের ওজন ১ কেজি ২২০ গ্রাম। বাজার মূল্য ১ কোটি ২২ লাখ টাকা।
বিমানবন্দরের দায়িত্বরত সহকারী কাস্টমস কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি জানান, বকুল বিশেষ কায়দায় স্বর্ণের চুড়িগুলো জুতা, ব্যাগ ও গায়ে থাকা পোশাকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। ব্যাগ স্ক্যানিংয়ের সময় ওটা ধরা পড়ে। পরে তার শরীর তল্লাশি করে ৩২টি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়, যার কোনো বৈধ কাগজ তিনি দেখাতে পারেননি। সব মিলিয়ে এক কেজি ২২০ গ্রাম স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি ২২ লাখ টাকা।
উদ্ধার করা স্বর্ণ রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়া হচ্ছে এবং এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ২.২২৮ কেজি স্বর্ণ জব্দ, ২ যাত্রী আটক
ঢাকা বিমানবন্দরে যৌথ অভিযানে ২.১ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪
৯ মাস আগে
চট্টগ্রাম বিমানবন্দরে ১১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ, প্রবাসী আটক
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)।পরে আমান উল্লাহ নামে এ যাত্রীকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
আটক যাত্রী আমান উল্লাহ জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: শাহ আমানতে সাড়ে ৮ লাখ শলাকা সিগারেট জব্দ, আটক ২
জব্দ করা সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলিম আহমেদ জানান, শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৬৩ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এসময় গোপন সংবাদ থাকায় আমান উল্লাহকে চ্যালেঞ্জ করে ব্যাগ তল্লাশি করে সেখানে দায়িত্বরত এনএসআই টিম।
পরে ওই ব্যক্তির ব্যাগ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১১০ কার্টন সিগারেট জব্দ করা হয়। সিগারেটগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক আমান উল্লাহর বিরুদ্ধেও কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে এক কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ
চট্টগ্রাম বিমানবন্দরে কোটি টাকা মূল্যের সিগারেট জব্দ
২ বছর আগে
শাহ আমানতে প্রবাসী আটক, স্বর্ণ ও সিসা জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা মো. মাসুদ রানা নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আটকের সময় তার কাছ থেকে এক কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা উদ্ধার করার দাবি করেছে শুল্ক গোয়েন্দা।
আটক যাত্রী সোহেল রানার বাড়ি জামালপুর বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ। তিনি বলেন, দুবাই থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইট সকাল ৭টায় শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। এসময় ওই ফ্লাইটের এক ব্যক্তির আচরণ সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে এক কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা জব্দ করা হয়। এরপর তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন ও প্রচলিত আইনে মামলা এবং স্বর্ণ ও সিসা কাস্টমস কোষাগারে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: শাহ আমানতে যাত্রী আটক, ৩৪ স্বর্ণের বার জব্দ
শাহ আমানতে ২৮ স্বর্ণের বারসহ বিদেশ ফেরত যাত্রী আটক
২ বছর আগে
চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, প্রবাসীসহ আটক ৪
চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় এলাকায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় প্রবাসী ও দুই নারীসহ চার জনকে আটক করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন-বেলজিয়াম প্রবাসী রানা মর্তুজা (৪৫), শিশির মাহমুদ (৪০), মাছুমা সুলতানা (৩৫), জিদান সুলতানা (২৮)।
হামলার শিকার ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে কর্মরত আছেন।
আরও পড়ুন: মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু, আটক ৩
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, জিইসি মোড় ওয়েল ফুডের সামনে দিয়ে রাত ১০টার দিকে স্ত্রীকে নিয়ে হাঁটছিলেন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ। এ সময় রানার গাড়ি তাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করলে রানা গাড়ি থেকে নেমে বিচারককে ঘুষি মারেন, এতে তার নাক ফেটে যায়। ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাত ১১টার দিকে চার জনকে আটক করে।
তিনি বলেন, আহত ম্যাজিস্ট্রেটকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আরও পড়ুন:কারাগারে শপথ নিলেন মাদক মামলায় গ্রেপ্তার ইউপি সদস্য
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, জিইসি মোড় এলাকায় কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত-২ এর ম্যাজিস্ট্রেট ওলি উল্লাহকে একটি গাড়ি থেকে নেমে পাঁচ জন মারধর ও হেনস্তা করেন। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্য থেকে চার জনকে আটক করা হয়েছে। আরেক আসামি আব্দুর রহিমকে আটকের চেষ্টা চলছে।
এদিকে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার নিন্দা জানিয়ে এতে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন।
২ বছর আগে