নূর চৌধুরী
বঙ্গবন্ধুর খুনি নূরকে ফেরত দিতে কানাডাকে আবারও অনুরোধ ঢাকার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও দোষী সাব্যস্ত খুনি নূর চৌধুরীকে ফেরত দিতে কানাডাকে আবারও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের ইন্দোনেশিয়া লাউঞ্জে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হারজিত সজ্জনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ আহ্বান জানান।
কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের কাছেও একই বিষয়টি তুলে ধরেন।
আরও পড়ুন: নূর চৌধুরীকে ফের ফেরত চেয়েছে ঢাকা
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাইকমিশনার সাংবাদিকদের জানান, ‘আমরা বুঝতে পারছি এটা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই বিষয়ে আমার দেশকে অবহিত করব।’
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কানাডার মন্ত্রী হারজিত সজ্জনকে রোহিঙ্গা সমস্যার চলমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানান এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা প্রত্যাশা করেন।
কানাডার মন্ত্রী সজ্জন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কানাডার সমর্থনের আশ্বাস দেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় ও মানবিক সহায়তা দেয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করেন।
আরও পড়ুন: কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কানাডা থেকে নূর চৌধুরীকে ফেরানোর ওপর জোর বাংলাদেশের
ড. মোমেন কানাডার মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে কানাডার মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানান।
পররাষ্ট্রমন্ত্রী এখন সরকারি সফরে নিউইয়র্কে রয়েছেন।
উল্লেখ্য নূর চৌধুরী প্রায় ৩০ বছর ধরে পলাতক হিসেবে কানাডায় বসবাস করছেন।
২ বছর আগে
নূর চৌধুরীকে ফের ফেরত চেয়েছে ঢাকা
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও দোষী সাব্যস্ত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধের কথা তিনি তার সরকারের কাছে জানাবেন।
বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করা হয়।
কানাডার পরীক্ষিত অংশীদার বাংলাদেশ দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর এ খুনিকে ফেরত পাঠানোর অনুরোধ করে আসছে।
আরও পড়ুন: কানাডার সঙ্গে মুক্ত বাণিজ্য ও বিনিয়োগ সুরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলছে
পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি এক বার্তায় বলেন, ‘এই খুনি প্রায় ৩০ বছর ধরে পলাতক হিসেবে কানাডায় বাস করে আসছে। কানাডা মানবাধিকারের প্রচার ও সুরক্ষা এবং আইনের শাসনের প্রবক্তা হিসেবে পরিচিত। এই জঘন্য খুনি ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘনকারীকে বহিষ্কারে দু’দেশ কিছু পদ্ধতিতে একমত হওয়ার জন্য একসঙ্গে কাজ করতে পারে।’
বাংলাদেশ ও কানাডা কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি দেশ দুটি তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির কাছে কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকোলসের পরিচয়পত্র পেশ
২ বছর আগে