বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও দোষী সাব্যস্ত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধের কথা তিনি তার সরকারের কাছে জানাবেন।
বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করা হয়।
কানাডার পরীক্ষিত অংশীদার বাংলাদেশ দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর এ খুনিকে ফেরত পাঠানোর অনুরোধ করে আসছে।
আরও পড়ুন: কানাডার সঙ্গে মুক্ত বাণিজ্য ও বিনিয়োগ সুরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলছে
পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি এক বার্তায় বলেন, ‘এই খুনি প্রায় ৩০ বছর ধরে পলাতক হিসেবে কানাডায় বাস করে আসছে। কানাডা মানবাধিকারের প্রচার ও সুরক্ষা এবং আইনের শাসনের প্রবক্তা হিসেবে পরিচিত। এই জঘন্য খুনি ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘনকারীকে বহিষ্কারে দু’দেশ কিছু পদ্ধতিতে একমত হওয়ার জন্য একসঙ্গে কাজ করতে পারে।’
বাংলাদেশ ও কানাডা কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি দেশ দুটি তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির কাছে কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকোলসের পরিচয়পত্র পেশ