গ্রাফিক নভেল
দেশের প্রথম গ্রাফিক নভেল ‘মুজিব’ বইমেলায়
বিশ্বজুড়ে গ্রাফিক নভেল নিয়ে বেশ উন্মাদনা রয়েছে। বাংলাদেশেও প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নিয়ে বই প্রকাশ করা হয়েছে। তবে বাংলাদেশে কাল্পনিক কোনো চরিত্রের ওপর ভিত্তি করে নয় বরং বাস্তব জীবনের এক নায়ককে উপস্থাপন করা হয়েছে এ নভেলে।
মুজিব গ্রাফিক নভেলের ১০ খণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকে চিত্রিত করা হয়েছে। রঙ ও শব্দে ফুটিয়ে তোলা বইটিতে গ্রাফিক নভেল প্রেমীরা জাতির পিতার জীবন সম্পর্কে জানতে পারবেন।
১০ খণ্ডের বইটি একুশে বইমেলার সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন স্টলে (সিআরআই, স্টল নম্বর ৭৩৫ এবং ৭৩৬) পাওয়া যাবে।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ওপর ভিত্তি করে রচিত সিরিজটিতে তাঁর জীবনের গল্প আঁকা হয়েছে যেখানে অসাধারণ স্বপ্ন নিয়ে একজন সাধারণ ছেলের যাত্রার গল্প বলা হয়েছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এটি প্রকাশ করেছে।
আরও পড়ুন: পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন: মুক্ত দুই শিক্ষককে বঙ্গবন্ধুর বই পড়ার আদেশ
বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে বাংলাদেশ পরিচালিত হবে: প্রধানমন্ত্রী
২ বছর আগে