প্রকাশনা প্রতিষ্ঠান
বইমেলার দ্বিতীয় দিনে এক-তৃতীয়াংশ স্টলই ফাঁকা
করোনার কারণে এবার স্বাভাবিক সময়ের চেয়ে বিলম্বে শুরু হয়েছে একুশে বইমেলা। বুধবার বইমেলার দ্বিতীয় দিনেও দেখা গেছে বেশ কয়েকজন প্রকাশককে তাদের স্টল সাজাতে।
করোনার মধ্যে ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া বইমেলার প্রায় এক-তৃতীয়াংশ স্টল ফাঁকা দেখা গেছে।
সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারির ১ তারিখে শুরু হয়ে মাসব্যাপী চলে এ মেলা। কিন্তু এ বছর করোনা সংক্রমণের কারণে মেলা দেরিতে শুরু হয়।
রাহাদ উদ্দিন নামে মেলায় আসা এক দর্শনার্থী বলেন, ‘পরিস্থিতি দেখতে আমি এখানে আসি। মেলা এখনও পুরোদমে শুরু হয়নি। আমার মনে হয় পুরোদমে শুরু হতে আরও তিন থেকে পাঁচদিন লাগবে।’
আরও পড়ুন: দেশের প্রথম গ্রাফিক নভেল ‘মুজিব’ বইমেলায়
তিনি বলেন, ‘আমি একটা বই খুঁজতে ছিলাম। বিক্রিতারা আমাকে দুদিন পর আসতে বলেছেন।’
স্টল সাজাতে বিলম্বের কারণ জানতে চাইলে এক প্রকাশনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মেলা নিয়ে অনিশ্চয়তাকে দুষলেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘অনেক প্রকাশকই সন্দেহে ছিলেন মেলা আদৌ হবে কি না।’
তিনি বলেন, ‘আমি আশা করি, আমরা আগামীকাল থেকে পুরোদমে বই বিক্রি শুরু করতে পারবো এবং গত বছর যে লোকসান হয়েছে তা পুষিয়ে নিতে পারবো বলেও আমরা আশাবাদী।’
আরও পড়ুন: একুশে বইমেলা- ২০২২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২ বছর আগে