শিশু ধর্ষণ মামলা
শিশু ধর্ষণ মামলার ৮ বছর পর আসামির যাবজ্জীবন
জামালপুরে শিশু ধর্ষণ মামলা হওয়ার ৮ বছর পর দোষী সাব্যস্ত হওয়ায় শহিদ মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর জ্যেষ্ঠ জেলা জজ মো. শহিদুল ইসলাম এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি শহিদ মিয়া মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: নাটোরে ডাকাতি, অস্ত্রসহ নওগাঁয় গ্রেপ্তার ৪ ডাকাত
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি মো. রেজাউল আমীন (শামীম) জানান, ২০১৬ সালের ২৭ এপ্রিল শহিদ মিয়া ৭ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করেন। পরদিন মেয়ের বাবা আছাদুল্লাহ বাদী হয়ে মেলান্দহ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ ৮ বছর পর ১০ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্কের পর শহিদ মিয়াকে দোষী সাব্যস্ত করেন আদালত। এরপর তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
তিনি বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তুষ্ট।’
আসামি শহীদের বড় মেয়ে শাহানা বলেন, ‘বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপিল করব।’
৪১৬ দিন আগে
ভোলায় শিশু ধর্ষণের ৪ দিনেও গ্রেপ্তার নেই
ভোলা সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার চার দিন অতিবাহিত হলেও পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি।
২১৭৯ দিন আগে
শিশু ধর্ষণ মামলায় খাগড়াছড়িতে যুবকের যাবজ্জীবন
খাগড়াছড়িতে ছয় বছরের শিশু ধর্ষণ মামলায় বৃহস্পতিবার এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
২১৯৩ দিন আগে