শিশু ধর্ষণ মামলা
শিশু ধর্ষণ মামলার ৮ বছর পর আসামির যাবজ্জীবন
জামালপুরে শিশু ধর্ষণ মামলা হওয়ার ৮ বছর পর দোষী সাব্যস্ত হওয়ায় শহিদ মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর জ্যেষ্ঠ জেলা জজ মো. শহিদুল ইসলাম এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি শহিদ মিয়া মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: নাটোরে ডাকাতি, অস্ত্রসহ নওগাঁয় গ্রেপ্তার ৪ ডাকাত
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি মো. রেজাউল আমীন (শামীম) জানান, ২০১৬ সালের ২৭ এপ্রিল শহিদ মিয়া ৭ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করেন। পরদিন মেয়ের বাবা আছাদুল্লাহ বাদী হয়ে মেলান্দহ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ ৮ বছর পর ১০ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্কের পর শহিদ মিয়াকে দোষী সাব্যস্ত করেন আদালত। এরপর তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
তিনি বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তুষ্ট।’
আসামি শহীদের বড় মেয়ে শাহানা বলেন, ‘বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপিল করব।’
৪ সপ্তাহ আগে
ভোলায় শিশু ধর্ষণের ৪ দিনেও গ্রেপ্তার নেই
ভোলা সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার চার দিন অতিবাহিত হলেও পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি।
৪ বছর আগে
শিশু ধর্ষণ মামলায় খাগড়াছড়িতে যুবকের যাবজ্জীবন
খাগড়াছড়িতে ছয় বছরের শিশু ধর্ষণ মামলায় বৃহস্পতিবার এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
৪ বছর আগে