এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
উপজেলার ইলিশা বাজারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে শিশুটির বিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার ধর্ষক শের আলী নতুন জামা দেয়ার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে তার পোস্ট অফিসের কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় মামলা হলেও ধর্ষক শের আলী এখনও গ্রেপ্তার হয়নি।
ধর্ষকের ফঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
এদিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উত্তেজিত জনতা ধর্ষণের ঘটনাস্থল ইলিশা শাখা পোস্ট অফিসে হামলা চালিয়ে দরজা-জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে।
মানববন্ধনে বক্তব্য দেন ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, মুরাদ ছবুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের প্রভাষক কামাল হোসেন, মো. জুয়েল মাস্টার, জন্টু চন্দ্র দে, ইউপি সদস্য শাহে আলম, যুবলীগ সভাপতি মো. আলাউদ্দিন, সমাজ সেবক আমজাদ হোসেন বাবুল, মোছলেউদ্দিন বেপারী, কামাল সিকদার প্রমুখ।
এব্যাপারে ভোলা প্রধান ডাকঘর পরিদর্শক এমরান হোসেন জানান, তারা ইলিশা পোস্ট অফিসে ধর্ষণের ঘটনার অভিযুক্ত এক্সটা ডিপার্টমেন্টাল ডেলিভারি এজেন্ট (এডিডিএ) শের আলীকে গত ২১ জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন।