সাজাপ্রাপ্ত পলাতক আসামি
চাঁপাইনবাগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার: র্যাব
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার পুকুরিয়া পেট্রোল পাম্প মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার সেলিম রেজা বাবু শিবগঞ্জ উপজেলার ছোট হাদিনগর এলাকার আকবর আলীর ছেলে।
আরও পড়ুন: নাটোরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সোমবার রাত সোয়া ৮টার দিকে পুকুরিয়া পেট্রোল পাম্প মোড় এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজা বাবুকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, সে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার নয়ালাভাংগা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার রনজুল ইসলাম (৫৬) একই এলাকার মৃত রুস্তুম আলীর ছেলে। তিনি ২০০৯ সালে শিবগঞ্জ থানায় দায়ের করা মাদক মামলায় আদালতের রায়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
আরও পড়ুন: কুমিল্লায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
র্যাব ৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাত সয়া ৯টার দিকে অভিযান চালিয়ে রনজুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
২ বছর আগে
যাত্রাবাড়ি থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ীর নবীনগর এলাকায় বৃহস্পতিবার দুটি পৃথক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ওমায়ের আহম্মেদ সুমন (২৯) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আতাদী গ্রামের আবু ইউসুফ ভূইয়ার ছেলে।
আরও পড়ুন: অ্যাডভোকেট ঝন্টু হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
র্যাব জানায়, বৃহস্পতিবার র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন নবীনগর এলাকায় অভিযান চালিয়ে দুই মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, ২০১৯ সাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় পৃথক দুটি এনআই এক্টের মামলা রয়েছে। একটিতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লাখ ৯১ হাজার টাকা এবং অপরটিতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক কোটি ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
গ্রেপ্তার আসামিকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
২ বছর আগে