চ্যাম্পিয়ন
শেষের নাটকীয়তায় পরও রেকর্ড গড়ে ফের বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল চিটাগাং কিংস। তবে তামিম ইকবাল ও কাইল মেয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে তাদের সে স্বপ্ন গ্লানিতে রূপান্তরিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) টস হেরে শুরুতে ব্যাটিং করে ১৯৫ রানের লক্ষ্য দেয় কিংস। এটি ছিল বিপিএলের ফাইনালে প্রথম ইনিংসে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহ। ফলে শিরোপা ধরে রাখতে রেকর্ড করতে হতো বরিশালকে।
আর লক্ষ্য তাড়ায় নেমে দুই ব্যাটারের ব্যাটিং ঝড় এবং শেষের নাটকীয়তার পর তিন বল বাকি থাকতেই শিরোপা জয়ের উল্লাসে মাতে তামিম ইকবালের দল।
লক্ষ্য তাড়ায় নেমে সর্বোচ্চ ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে দলের জয়ের ভীত গড়ে দেন অধিনায়ক তামিম। এরপর কাইল মেয়ার্সের ২৮ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংসটি সে কাজ আরও সহজ করে দেয়। যদিও শেষদিকে মেয়ার্স ও মাহমুদুল্লাহকে ফিরিয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল চিটাগাং, তবে রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে সেই আশার গুড়েও বালি পড়ে।
চিটাগাংয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম। চার ওভারে ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া নাঈম ইসলাম দুটি ও বিনুরা ফের্নান্দো নিয়েছেন একটি উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তামিম, আর তাকে যোগ্য সঙ্গ দিয়ে চলেন তৌহিদ হৃদয়। প্রথম ওভারে বিনুরাকে তামিম তিনটি চার মারলে ওই ওভারে ১৪ রান সংগ্রহ করে বরিশাল। এরপর আরাফাত সানিকে দেখেশুনে খেলে তৃতীয় ওভারে ফের বিনুরার বলে তিনটি চার মেরে ১২ রান সংগ্রহ করেন তামিম।
চতুর্থ ওভারে খালেদ আহমেদ দেন ১১ রান। পরের দুই ওভারে উইকেট ধরে রাখায় মনোযোগী হলে রানের চাকা কিছুটা গতি হারায়। ফলে পাওয়ার প্লেতে চিটাগাংয়ের মতোই বিনা উইকেটে ৫৭ রান সংগ্রহ করে বরিশাল।
সপ্তম ওভারে একটি করে ডবল, চার ও ছক্কায় ১৩ রান সংগ্রহ করে বরিশাল, সেই সঙ্গে ২৪ বলে একটি ছক্কা ও ৯টি চারের হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম।
অষ্টম ওভারটি দেখেশুনে খেলার পর নবম ওভারে বরিশাল শিবিরে জোড়া আঘাত হানে চিটাগাং। শরিফুল ইসলামের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ছক্কা মারতে গিয়ে ক্যাচ হয়ে ফিরতে হয় তামিমকে, আর চতুর্থ বলে শরিফুলের লেগ বিফোরের ফাঁদে পড়েন নতুন ব্যাটার ডাওইড মালান। শুরুতে আম্পায়ার আউট না দিলেও শরিফুল রিভিউ নিলে সিদ্ধান্ত পাল্টান তিনি। ফলে দলীয় ৭৬ ও ৭৮ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট হারায় বরিশাল।
তামিম ফিরে গেলে খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করেন তৌহিদ, তাতে কিছুটা সফলও হন তিনি; দশম ওভারে তৌহিদের দুটি চারসহ ১৫ রান তোলে বরিশাল। তবে পরের ওভারের দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন এই ওপেনার। প্যাভিলিয়নে ফেরার আগে ২৮ বলে তিনটি চারে ইনিংসের তৃতীয় সর্বোচ্চ ৩২ রান করে যান তিনি। এতে দলীয় সংগ্রহ একশ পূর্ণ করার আগেই বরিশালের তিন ব্যাটার বিদায় নেন।
চতুর্থ উইকেটে কাইল মেয়ার্স ও মুশফিকুর রহিমের ব্যাটে বড় জুটি গড়ার আভাস মেলে। তবে বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। দ্বাদশ ওভারে মেয়ার্স দুটি ছক্কা হাঁকালে পরের ওভারের প্রথম তিন বলে তিনটি চার আসে, এর দুটি মুশফিকের ব্যাট থেকে ও পরেরটি অতিরিক্ত হিসেবে। চতুর্থ বলে ফের উড়িয়ে ব্যাট চালিয়ে ডিপ লেগে নাফের হাতে ধরা পড়েন তিনি। ৯ বলে তিনটি চারে ১৬ রান করে অভিজ্ঞ এই ব্যাটার ফিরে গেলে ভাঙ্গে ১৪ বলে ৩৪ রানের জুটি। পরে মাহমুদউল্লাহর সঙ্গে জয়ের দিকে অগ্রসর হতে থাকেন মেয়ার্স। এরই ধারাবাহিকতায় ১৫তম ওভারে দুটি ছক্কা ও একটি চার মেরে শেষ ৫ ওভারে জয়ের লক্ষ্য ৪৪ রানে নামিয়ে আনেন এই ক্যারিবীয়।
শেষের দিকে খালেদের বলে ক্যাচ দিয়েছিলেন মেয়ার্স, তবে তা লুফে নিতে পারেননি শরিফুল। এরপর শেষ তিন ওভারে ২৫ রান নিতে হতো বরিশালকে। তবে অষ্টাদশ ওভারে আবারও দুই উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দেন শরিফুল।
ওভারের তৃতীয় বলে শরিফুলের বলে ফের ক্যাচ দিলে মেয়ার্সের সেই ক্যাচ ধরতে ভুল হয়নি বদলি ফিল্ডার মার্শাল আইয়ুবের। তিনটি করে চার ও ছক্কায় ২৮ বলে ৪৬ রান করে ফেরেন মেয়ার্স। এরপর পঞ্চম বলে মাহমুদুল্লাহকে উইকেটের পেছনে ক্যাচ নিয়ে ফেরান মুশফিক। ফলে ৬ উইকেট হারানো বরিশাল শেষ দুই ওভারে পায় ২০ রানের লক্ষ্য।
১৯তম ওভারের প্রথম পাঁচ বলে রিশাদের একটি ছক্কাসহ মোট ১২ রান নিলে ম্যাচের পাল্লা বরিশালের দিকে ভারী হয়ে ওঠে। তবে পরের বলেই ফের নাটক। বিনুরার ওভারের শেষ বলে জোরে ব্যাট চালিয়ে শর্ট মিড-অনে ধরা পড়েন মোহাম্মদ নবি। ফলে শেষ ওভারে ৮ রান করতে হতো বরিশালকে।
এরপর শেষ ওভারের প্রথম বলেই লং অনে বিশাল ছক্কা হাঁকান রিশাদ। পরে দুই ব্যাটার একবার জায়গা পরিবর্তনের পর তৃতীয় বলে রান আউট হয়ে যান রিশাদ, কিন্তু আম্পায়ার দুহাত প্রসারিত করে ওয়াইড দিলে জয়োল্লাসে মেতে ওঠে বরিশালের সমর্থকরা।
আরও পড়ুন: ইমন, খাওয়াজার ব্যাটে ফাইনালে পাহাড়সম লক্ষ্য পেল বরিশাল
সংক্ষিপ্ত স্কোর
চিটাগাং কিংস: ১৯৪/৩ (ইমন ৭৮*, নাফে ৬৬, ক্লার্ক ৪৪; মোহাম্মদ আলি ১/২১, ইবাদত ১/৩৫)।
ফরচুন বরিশাল: ১৯৫/৭ (তামিম ৫৪, মেয়ার্স ৪৬, তৌহিদ ৩২; শরিফুল ৪/৩৪, নাঈম ২/১৮)।
ফলাফল: ফরচুন বরিশাল তিন উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তামিম ইকবাল।ম্যান অব দ্য টুর্নামেন্ট: মেহেদী হাসান মিরাজ।
৪৬ দিন আগে
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ে দেশের যুবাদের রাষ্ট্রপতির অভিনন্দন
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের যুবাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
রবিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: টানা দ্বিতীয় জয়ে যুবাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন।
এই জয় বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে এবং ভবিষ্যতেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
১০৭ দিন আগে
‘এক সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলেও বর্তমানে উন্নতির শিখরে’
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে উন্নতির শিখরে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন বক্তারা।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে ‘উন্নয়ন ও নির্বাচন’ শীর্ষক সেমিনারে বক্তারা এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত গবেষণাভিত্তিক সংগঠন ‘এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ’ (ইআরডিএফবি) এ সেমিনারের আয়োজন করে।
বক্তারা বলেন, স্বাধীনতার পর ৫৩ বছরের ইতিহাসে আর কোনো সরকারের আমলে কখনো এমন অভূতপূর্ব উন্নয়ন হয়নি।
আরও পড়ুন: বাংলাদেশে জলবায়ু অগ্রাধিকার সমর্থনে ৪০০ মিলিয়ন ডলার দেবে এডিবি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ইআরডিএফবির সম্মানিত সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে ছিলেন- ইআরডিএফবির সিনিয়র সভাপতি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. আবদুল জব্বার খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মানিত অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. মশিউর রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সমাজ নির্মিত হয়েছে এদেশের খেটে খাওয়া অসহায় কৃষকের ঘামে ও শ্রমে।
তিনি বলেন, কৃষিভিত্তিক বাংলাদেশ থেকে শিল্পভিত্তিক বাংলাদেশের পথচলা আমাদের নিজেদের ঘামে ও শ্রমে সম্ভব হয়েছে অন্য কারোর দয়ায় নয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী শাসকের রক্ত চক্ষুকে উপেক্ষা করে এদেশের অসহায় জনগোষ্ঠীর ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। দেশি-বিদেশি সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে গণতান্ত্রিক বাংলাদেশকে জনগণের সমর্থন ও সহায়তায় উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।
মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের সর্বোচ্চ শিখরে অবস্থান করছে।
আরও পড়ুন: অযৌক্তিক রাজনৈতিক চাপের মধ্যে গঠনমূলক ও সহযোগিতামূলক ভূমিকা চেয়ে জাতিসংঘে মোমেনের চিঠি
৪৭৩ দিন আগে
চট্টগ্রাম রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি ব্যাটালিয়ন
চট্টগ্রাম রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা-২০২৩ এর চূড়ান্ত প্রতিযোগিতায় তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুইটি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। খেলায় দুইটি স্বর্ণ এবং দুইটি রৌপ্য পদক পেয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় খাগড়াছড়ি জেলাস্থ ইনডোর স্টেডিয়ামে চট্টগ্রাম রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা-২০২৩ এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
আরও পড়ুন: হামদ-নাত প্রতিযোগিতার শীর্ষ ১০ জনের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান
এ সময় তিনি সুশৃঙ্খল খেলার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খেলার মাধ্যমে একজন সৈনিকের সাহসিকতা, আত্মবিশ্বাস মনোবল প্রকাশ পায়। খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। সে সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।
প্রতিযোগিতায় চট্টগ্রাম রিজিয়ন অধীনস্থ ১৩টি ব্যাটালিয়ন হতে ২০১ জন খেলোয়াড় ১০টি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করে চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। এছাড়াও বিজ্ঞ বিচারক মন্ডলির বিবেচনায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর সিপাহী মো. আহসান হাবীব শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সিপাহী মো. শিবলু আহমেদ শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়।
অনুষ্ঠানে বিজিবি রিজিয়ন সদর দপ্তর, চট্টগ্রাম এর পরিচালক (অপারেশন) লে. কর্নেল এসএম শফিকুর রহমান, আর্টিলারি ও খাগড়াছড়ি সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. মনিরুজ্জামান সহ বিভিন্ন পদবীর অফিসারসহ সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ১৩টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রতিযোগীগণ অংশগ্রহণ করে।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল
জাতীয় পর্যায়ের ইসলামী প্রতিযোগিতায় অংশগ্রহণে পুলিশ সদস্যদের আহ্বান আইজিপির
৬৪২ দিন আগে
বাজারে রিয়েলমি’র সেগমেন্ট চ্যাম্পিয়ন সি৫৫ ফোন
রিয়েলমি দেশের বাজারে নিজেদের ‘সেগমেন্ট চ্যাম্পিয়ন’ ফোন রিয়েলমি সি৫৫ উন্মোচন করেছে।
এটি এই সেগমেন্টের একমাত্র ফোন যাতে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৩৩ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জার, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ও সানশাওয়ার ডিজাইন রয়েছে। আগ্রহী ক্রেতারা প্রি-বুকিং করে জিতে নিতে পারেন এক লাখ টাকা।
রিয়েলমি সি৫৫ ফোনের ৬ জিবি র্যাম/১২৮ জিবি রম ভ্যারিয়েন্ট ১৮ হাজার ৯৯৯ টাকায় এবং ৮ জিবি র্যাম/২৫৬ জিবি রম ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে মাত্র ২২ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
ব্যবহারকারীদের স্মুথ অভিজ্ঞতা নিশ্চিত করতে ফোনটির ক্যামেরা, স্টোরেজ, চার্জ ও ডিজাইন - এ চারটি ক্ষেত্র নিয়ে আসা হয়েছে সেগমেন্ট-সেরা আপগ্রেড।
রিয়েলমি সি৫৫ স্মার্টফোন পাওয়া যাচ্ছে সানশাওয়ার ও রেইনি নাইট দু’টি রঙে। ৯০ হার্জ রিফ্রেশ রেট ও হেলিও জি৮৮ চিপসেটসহ ৬ দশমিক ৭২ ইঞ্চির এফএইচডি প্লাস রেজ্যুলেশনের স্ক্রিনের এই ফোনটি দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে।
রিয়েলমি সি৫৫ স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বিঅ্যান্ডওয়াই (ব্ল্যাক অ্যান্ড হোয়াইট) লেন্স রয়েছে। উন্নত অভিজ্ঞতার জন্য এই সিরিজের আগের ফোন সি৩৫ এর তুলনায় রিয়েলমি সি৫৫-এ ৫৪ শতাংশ সেন্সর সাইজ এবং ৫৩ দশমিক ৮ শতাংশ রেজ্যুলেশন বৃদ্ধি করা হয়েছে। উদ্ভাবনী ইমেজ মোড, ফিল্টার ও প্রোলাইট ইমেজিং টেকনোলোজির সুবিধার মাধ্যমে ফোনটি কম আলোতেও সেরা ক্যামেরা অভিজ্ঞতা নিশ্চিত করবে।
ডিভাইসটির ৮ জিবি ডায়নামিক র্যাম, যা ১৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে এবং ২৫৬ জিবি স্টোরেজ, যা এক টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
এছাড়া, রিয়েলমি সি৫৫ এ রয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জার, যা এই সেগমেন্টের সেরা। ফোনটি শতভাগ চার্জ হতে সময় নিবে মাত্র ৬৩ মিনিট। পাশাপাশি ফোনটিতে রয়েছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি।
রিয়েলমি সি৫৫ ফোনে প্রথমবারের মতো (অ্যান্ড্রয়েড ফোনে) মিনি ক্যাপসুল ব্যবহার করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিন চার্জিং স্ট্যাটাস, ডেটা ব্যবহার ও স্টেপ কাউন্টসের নোটিফিকেশন পাবেন।
ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০, ফাস্ট-সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৩৬০ ডিগ্রি ফ্রি সোয়াইপ-সহ মাল্টিফাংশনাল এনএফসি। চারটি সেগমেন্ট সেরা ফিচারের কারণে রিয়েলমি সি৫৫ ‘চ্যাম্পিয়ন’ ডিভাইস হিসেবে বিবেচিত হচ্ছে।
বিস্তারিত জানতে ভিসিট করুন এই ঠিকানায় - https://realmebd.com/c55-prebook/
আরও পড়ুন: দেশের বাজারে এলো দুর্দান্ত পারফরমেন্স ও সেরা দামের রিয়েলমি সি৩০
বর্ণিল আয়োজনে রিয়েলমি ফ্যান ফেস্ট উদযাপিত, দারাজে বিক্রির রেকর্ড!
৭২২ দিন আগে
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আর্জেন্টিনার খেলা থাকা মানেই সমর্থকদের প্রথম চাওয়া মেসির গোল। জয়তো প্রতিটি দলই চায়, সে স্বাদেই সমর্থকদের উল্লাস। কিন্তু বৃহস্পতিবারের খেলায় লিওনেল মেসি যখন পেনাল্টিতে স্কোর করতে পাড়লেন না, তখন গ্যালারিতে নিস্তব্ধতা দেখা যায়।
বিরতির আগে গোলশূন্য অবস্থায় থেকে যায়। যে ম্যাচ নির্ধারণ করবে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার সম্ভাবনা, সে ম্যাচেই নাকি মেসি থাকবে গোলশূন্য, তাও আবার পেনাল্টি মিস করে!
বিরতি থেকে ফিরে মিনিট না যেতেই স্বপ্ন বাঁচিয়ে রাখলেন ম্যাক অ্যালিস্টার। ৪৬ মিনিটের সেই গোল আর্জেন্টিনার বিশ্বজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস ফিরিয়ে দেয়। খেলোয়াড়দের মধ্যেও যেন ফিরে পায় প্রাণ। নিশ্চয়ই মেসি তার সতীর্থদের কোনো বার্তা দিয়েছেন যে আজকে জিততেই হবে!
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম পোল্যান্ড লাইভ স্ট্রিমিং: কোথায়, কীভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
৬৭ মিনিটে হুলিয়ান আলভারেস গোল করে মোটামুটি ম্যাচটির জয় আর্জেন্টিনার পক্ষে নিয়ে আসেন তিনি। ফলাফলে ২-০ স্কোরে পোল্যান্ডের বিপক্ষে জয় লাভ করে আর্জেন্টিনা। সেজনির আটকানো পেনাল্টিতে স্টেডিয়াম ৯৭৪-এ যে শোকের ছায়া নেমে আসে তা কাটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনারা এখন মানসিকভাবে পরের পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
পোলিশদের খেলায় একধরনের নিস্তব্ধতা দেখা যায়। যেখানে আর্জেন্টিয়ান নিয়েছে ২৩টি শট, সেখানে পোল্যান্ডের ছিল মাত্র চারটি। যার একটিও টার্গেটে ছিল না। তবে মেসিদের টার্গেটে ছিল ১২টি শট। আর্জেন্টিনার দখলে ছিল ৭৪ শতাংশ বল।
গ্রুপ সি-এর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ ডি-এর রানার-আপ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শনিবার দিবাগত রাত ১টায়।
আরও পড়ুন: ভ্যান গালের নেতৃত্বে নেদারল্যান্ডস বিশ্বকাপে এগিয়ে যাওয়ার উপক্রম
বিশ্বকাপ ফুটবল-২০২২: বেলজিয়ামকে ২-০ গোলে হারাল মরক্কো
৮৪৬ দিন আগে
জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন জীবন বলী
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৩ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের চকরিয়ার জীবনবলী। কুমিল্লার শাহজালাল বলীকে হারিয়ে তিনি বিজয়ের মুকুট অর্জন করেন। এর আগে ১০৯ তম আসরেও তিনি চ্যাম্পিয়ন ছিলেন।
সোমবার বিকালে লালদীঘি সংলগ্ন জেলা পরিষদ মার্কেট চত্বরে বালুর তৈরী অস্থায়ী মঞ্চে এ বলী খেলা (কুস্তি প্রতিযোগিতা) অনুষ্ঠিত হয়।
জীবন বেশ কয়েকবার শাহজালালকে ধরাশায়ী করার চেষ্টা করেও পারেননি। শেষ মুহূর্তে পয়েন্ট ভিত্তিতে তারিকুল ইসলাম জীবনকে বিজয়ী ঘোষণা করেন খেলার রেফারি আব্দুল মালেক।
আরও পড়ুন: চট্টগ্রামে আজ ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা
করোনার মহামারির কারণে দুই বছর এ আয়োজন বন্ধ থাকার পর ঐতিহ্যবাহী এ বলীখেলা ও মেলার এবার বসেছে ১১৩তম আসর। প্রতিযোগিতায় অংশ নেন চট্টগ্রাম কক্সবাজার, নোয়াখালী কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলের অসংখ্য বলী।
জব্বারের এই বলী খেলায় এবার প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল (চ্যালেঞ্জিং বাউট),সেমি ফাইনাল ও ফাইনালে (চ্যাম্পিয়ন বাউট) মোট ৭২ জন বলী অংশ নেন।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
উল্লেখ্য, ১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে লড়তে দেশের তরুণ যুবকদের শারীরিকভাবে তৈরি করতে এই বলী খেলার প্রচলন করেছিলেন চট্টগ্রামের বদরপাতি এলাকার বাসিন্দা আবদুল জব্বার। ধারাবাহিকভাবে শত বছর পেরিয়ে বর্তমানে দেশের সর্বশ্রেষ্ঠ ঐতিহ্যবাহী লোকজ উৎসবেই শুধু পরিণত হয়নি এই খেলা, ঠাঁই করে নিয়েছে ইতিহাসেও।
আরও পড়ুন: ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের শঙ্কা
১০৬৬ দিন আগে
রোমাঞ্চকর ফাইনালে বরিশালকে হারাল কুমিল্লা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এর ফাইনালে ফরচুন বরিশালকে এক রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার মিরপুরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান করে ইমরুলের দল। জবাবে ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে আট উইকেটে ১৫০ রান করে ফরচুন বরিশাল।
ভিক্টোরিয়ান্সের ১৮তম ওভারে সুনীল নারাইন মাত্র দুই রান দেন। শেষ দুই ওভারে বরিশালের জয়ের জন্য ১৬ রান দরকার ছিল, শেষ পর্যন্ত তারা ১৪ রান করতে পারে। ১৯তম ওভারে মুস্তাফিজুর রহমান মাত্র ছয় রান দিয়ে একটি উইকেট নেন। শেষ ওভারে শহিদুল ইসলাম ৮ রান দিয়ে কুমিল্লাকে তৃতীয় বারের মতো শিরোপা জিততে সহায়তা করেন।
শেষ ওভারে ১০ রান করতে ব্যর্থ হন তৌহিদ হৃদয় ও মুজিব উর রহমান। শেষ ছয় বলের পাঁচটি খেলে মাত্র পাঁচ রান করেন তৌহিদ।
এর আগে ১৫২ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে বরিশালের শুরুটা ভালো হয়নি। শূন্য রানে ওপেনার মুনিম শাহরিয়ার প্যাভিলিয়নে ফিরেন।
দ্বিতীয় উইকেটে ক্রিস গেইল এবং শৈকত আলী ৭৪ রানের জুটি করেন, যা ফরচুন বরিশালের জন্য দুর্দান্ত ভিত্তি তৈরি করে। চলতি বিপিএলে মাত্র চতুর্থ ম্যাচ খেলা শৈকত ২৬ বলে অর্ধশতক করেন। শেষ পর্যন্ত ১১ চার ও এক ছক্কায় ৩৪ বলে ৫৮ রান করেন তিনি।
এরপর গেইলের সাথে ক্রিজে যোগ দেন নুরুল হাসান। কিন্তু মাত্র ১৪ রান করে আবারও ব্যর্থ হন এই উইকেট কিপার ব্যাটার।
চলতি বিপিএলে গেইল তার শেষ ইনিংসে এক চার ও দুই ছক্কায় ৩১ বলে ৩৩ রান করেন।
শেষ পর্যন্ত ডেথ ওভারে চমৎকার বোলিং প্রদর্শনে কুমিল্লা বিপিএলে তৃতীয় শিরোপা জিতে নেয়।
কুমিল্লার পক্ষে সুনীল নারাইন ও তানভীর ইসলাম দুটি করে এবং মুস্তাফিজুর ও শহিদুল একটি করে উইকেট নেন।
এর আগে সুনীল নারাইনের ঝড়ো শুরুর পরও মাঝারি মানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় ইমরুল কায়েসের দল।
সুনীল নারাইন ২৩ বলে পাঁচ চার ও পাঁচ ছক্কায় ৫৭ রান করেন। তাদের প্রথম ছয় ওভারে রান ছিল দুই উইকেটে ৭৩ রান। কুমিল্লার প্রথম চার জনের তিনজন লিটন দাস, ফাফ ডু প্লেসিস, মাহমুদুল হাসান জয় দুই অঙ্কের স্কোরে পৌঁছতে পারেননি।
কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস আবারও ব্যাট হাতে ১২ বলে ১২ রান করে ব্যর্থ হন। তাকে ফেরান ডোয়াইন ব্রাভো। এছাড়া মঈন আলী ৩২বলে ৩৮ ও আবু হায়দার রনি ২৭ বলে ১৯ রান করেন।
বরিশালের পক্ষে মুজিব উর রহমান ও শফিকুল ইসলাম দুটি করে এবং সাকিব, ব্রাভো ও মেহেদী একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: শিরোপা জিততে বরিশালের দরকার ১৫২ রান
করোনার জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে নতুন বিতর্কে সাকিব
১১৩১ দিন আগে