বৃদ্ধে
চুয়াডাঙ্গায় ভুট্টাখেত থেকে ২ বৃদ্ধের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভুট্টাখেত থেকে দুই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা ও দুপুর ১২টার দিকে উপজেলার দর্শনার পরানপুর গ্রামের বেতে গাড়ি ও ঘরাভাঙ্গা বেড়ার মাঠ থেকে পৃথকভাবে এই লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শওকত আলী সকো (৬৩) এবং একই উপজেলার দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত গোলাম জোয়ার্দ্দারের ছেলে হাফিজুর রহমান ওরফে হাফিজ (৫৬)।
আরও পড়ুন: মেঘনা নদীতে ডুবে থাকা বাল্কহেড থেকে নিখোঁজ ক্রু সদস্যের লাশ উদ্ধার
নিহতদের পরিবারের সদস্যরা জানান, শওকত আলী (সকো) বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। গত শনিবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি।
অপর দিকে, হাফিজুর রহমান ওরফে হাফিজ গত রবিবার দুপুরে ঘাস কাটার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি তাকে। তবে দুই পরিবারের কোনো অভিযোগ নেই।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর বলেন, পরানপুর গ্রামে আধা কিলিমিটারের মধ্যে ভুট্টাখেতের ভেতর থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। একজনের পাশে বিষের বোতল ছিল। অপরজনের মুখে ধারালো অস্ত্রের আঘাতের জখম পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর খন্ডিত লাশ উদ্ধার, ফার্মেসির মালিকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার
২ বছর আগে