আজিমপুর
ডাকাতির সময় আজিমপুর থেকে অপহৃত শিশু উদ্ধার
শুক্রবার ঢাকার আজিমপুর এলাকার একটি বাড়িতে ডাকাতির সময় অপহৃত আট মাসের শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
র্যাব সদর দপ্তর সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোরে শিশুটিকে উদ্ধার করে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এর আগে, শুক্রবার আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসা থেকে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতরা। তারা লুটপাটের মালামাল নিয়ে পালানোর সময় শিশুটিকে অপহরণ করে।
আরও পড়ুন: নাটোরে ডাকাতি, অস্ত্রসহ নওগাঁয় গ্রেপ্তার ৪ ডাকাত
পুলিশ জানায়, শুক্রবার ভুক্তভোগী ফারজানা আক্তারের ফ্ল্যাটে সাবলেট হিসেবে বসবাস করতে আসেন এক নারী।
শুক্রবার সকালে, ওই নারীর ভাই পরিচয়ে দুই পুরুষ বাসায় ঢুকে ফারজানাকে বন্দি করে নগদ দেড় লাখ টাকা এবং চার তোলা সোনা লুট করে।
স্টাফ কোয়ার্টারের বাসিন্দা ফারজানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী। তার স্বামী ও সন্তান নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করেন।
আরও পড়ুন: চাঁদপুরে ডাকাতিয়ায় তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৬
১ মাস আগে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত: কাদের
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবেন? তত্ত্বাবধায়ককে আর ডাকবেন না। বিএনপি যে পথে চলছে, সেই পথ ভুল পথ। ব্যর্থ আন্দোলন করতে করতে বিএনপি এখন পতনের দিকে যাচ্ছে।’
বৃহস্পতিবার (১৯ অক্টেবর) সকালে ঢাকার তেজগাঁওয়ে সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভারপাস উদ্বোধন শেষে কাদের এসব কথা বলেন।
এই আওয়ামী লীগ নেতা তার বক্তব্যে গত ১৫ বছরে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, এই রূপান্তর বিশ্বের বিস্ময়। যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃজনশীল নেতৃত্বের কল্যাণে। কিন্তু একটি দল দেশের এই উন্নয়ন নিয়ে বিষোদগার করে।
আরও পড়ুন: অবরোধ করলে বিএনপি অবরুদ্ধ হবে: ওবায়দুল কাদের
তিনি আরও বলেন, এদেশের উন্নয়ন, এদেশের অর্জন, এদেশের গণতন্ত্রকে যদি রক্ষা করতে চান, দেশকে ভালোবাসতে চান, তাহলে শেখ হাসিনার বিকল্প নেই।
তিনি বলেন, ‘তারা কি দেখে না যে ব্রিটেনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান করেন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জি-টোয়েন্টিতে (শেখ হাসিনার সঙ্গে) এবং নিউইয়র্কেও ছবি তুলেছেন।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম রওশন আরা মান্নান বক্তব্য রাখেন।
আরও পড়ুন: কোনো রাজনৈতিক দলের জন্য নির্বাচন থেমে থাকবে না: ওবায়দুল কাদের
মৃত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই: ওবায়দুল কাদের
১ বছর আগে
আজিমপুরে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত
রাজধানীর আজিমপুর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাসের হেলপার নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টায় আজিমপুর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সানোয়ার হোসেন (২৬) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশিয়া গ্রামের বাসিন্দা।
আরেক হেলপার জাহিদ হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ডে বাসটি সানোয়ারকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় নারী পুলিশ নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক নিহত
১ বছর আগে
চলন্ত বাসে ছাত্রীকে শ্লীলতাহানি: গ্রেপ্তার চালকের রিমান্ড মঞ্জুর
রাজধানীতে বিকাশ পরিবহনের একটি চলন্ত বাসে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার চালক মো. মাহবুবুর রহমানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালতে আসামিকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আজিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আছিবুজ্জামান আছিব।
আসামির পক্ষে তার আইনজীবী নুরুল নবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, বুধবার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ২৪ জুলাই ভুক্তভোগী ওই ছাত্রী রাত ৮টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি থেকে আজিমপুর যাওয়ার উদ্দেশ্যে বিকাশ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে ভুক্তভোগী অনুভব করেন, তার শরীরে কেউ যেন হাত দিয়েছে। তাৎক্ষণিক তিনি তাকিয়ে দেখেন বাসে কোনো যাত্রী নেই এবং তার পাশের সিটে বাসের হেলপার বসা।
আরও পড়ুন: চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা: বাসচালকসহ গ্রেপ্তার ২
তখন ওই ছাত্রী বিপদ আঁচ করতে পেরে বাসের হেলপারকে তার পাশ থেকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেন। তখন ভুক্তভোগী সিট থেকে দাঁড়িয়ে নামার চেষ্টা করলে হেলপার তাকে পেছন থেকে এক হাতে মুখ চেপে ধরেন। ওই ছাত্রী নিজেকে বাঁচানোর জন্য সর্বশক্তি দিয়ে হেলপারের কাছ থেকে ছুটে চালককে চিৎকার করে বাস থামাতে বলেন।
কিন্তু চালক তখন বাস না থামিয়ে দ্রুতগতিতে ইডেন কলেজের সামনে দিয়ে আজিমপুরের দিকে যেতে থাকেন। একপর্যায়ে আজিমপুর গার্লস স্কুলের কাছে বাস কিছুটা গতি কমালে ওই ছাত্রী লাফ দিয়ে বাস থেকে নেমে আত্মরক্ষা করেন। পরে ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি ফেসবুকে শেয়ার করে একটি পোস্ট দেন।
এরপর লালবাগ থানা পুলিশ প্রাথমিক অনুসন্ধান করে ভুক্তভোগীকে চিহ্নিত করে তথ্য সংগ্রহ করে। তাৎক্ষণিক সিসি ফুটেজ পর্যালোচনা ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে বিকাশ পরিবহনের বাসটি শনাক্ত করা হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত বিকাশ পরিবহনের চালক মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী হত্যার অভিযোগ
২ বছর আগে
আজিমপুর কবরস্থানে সমাহিত কাওসার আহমেদ চৌধুরী
দেশবরেণ্য গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ধানমন্ডি তাকওয়া মসজিদে সকাল ৯টায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার রাতে রাজধানীর গ্রিন রোডের একটি ক্লিনিকে মারা যান কাওসার আহমেদ চৌধুরী।
কিডনি, প্রেশার ও স্নায়ুজনিত জটিলতায় অনেকদিন ভুগছিলেন কাওসার আহমেদ চৌধুরী। অবস্থার অবনতি হওয়া গত ৯ ফেব্রুয়ারি রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। কিন্ত সেখান থেকে একদিন পর ধানমন্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয় গীতিকারকে। পরবর্তীতে করোনায় আক্রান্ত হন এবং অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই
দীর্ঘদিন ধরে দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘আপনার রাশি’ নামে রাশিফল গণনার মধ্য দিয়ে কাওসার আহমেদ চৌধুরী পাঠকদের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন।
এছাড়া তিনি এলআরবি, মাইলস, সামিনা চৌধুরী, লাকী আখন্দ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো অনেক বিখ্যাত গায়ক ও ব্যান্ডের জন্য বেশ কয়েকটি বিখ্যাত গানের কথা লিখেছেন।
‘কবিতা পড়ার প্রহর’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘রূপালী গিটার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ প্রভৃতি তার জনপ্রিয় কিছু গান।
২ বছর আগে